fbpx
হোম তারুণ্য তরুণদের জন্য আসছে ‘ স্টুডেন্ট টু স্টার্টআপ’
তরুণদের  জন্য আসছে ‘ স্টুডেন্ট টু স্টার্টআপ’

তরুণদের জন্য আসছে ‘ স্টুডেন্ট টু স্টার্টআপ’

0

দেশ গঠনের তরুণদের উদ্ভাবনী ভাবনা, উদ্যোগ ও স্টার্টআপকে ব্যবহার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে শুরু হচ্ছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’। আগামী ৮ মার্চ কেন্দ্রীয় সমন্বয় কর্মশালার মধ্য দিয়ে শুরু হবে ‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’ শিরোনামের বিশেষ প্রতিযোগিতার প্রথম অধ্যয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি-আইডিয়া প্রকল্প এবং দেশের তরুণদের স্বপ্নের প্লাটফর্ম ইয়াং বাংলা’র যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এ স্টার্টআপ প্রতিযোগিতা।

উল্লেখ্য, তরুণদের উদ্যমী ও কর্মক্ষম করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে ইয়াং বাংলা। সে যাত্রায় ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ প্রতিযোগিতা যোগ করবে নতুন মাত্রা। এ আয়োজনের মধ্য দিয়ে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের উদ্ভাবনী ভাবনা ও পরিকল্পনা সংগ্রহ করা হবে। একইসঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পরিচালনা, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার বিষয়ে খুঁটিনাটি ধারণাগুলো নিয়ে কাজ করা হবে।

দেশের আট বিভাগ থেকে ৪০টি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পরিচালিত হবে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চ্যাপ্টার ওয়ান’ প্রতিযোগিতা। নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ের হয়েও অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানান, স্টুডেন্ট টু স্টার্টআপে প্রতিটি বিশ্ববিদালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠানে সহায়তা করবে ইয়াং বাংলার ক্যাম্পাস অ্যাম্বাসেডররা। ক্যাম্পাস পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা হবে ৩টি করে দলকে। ৪০টি বিশ্ববিদ্যালয়ে ১২০টি দল নিয়ে সাভারে অনুষ্ঠিত হবে ‘জাতীয় স্টার্টআপ ক্যাম্প’।

পরে দর্শক এবং বিচারকদের ভোটে বাছাই করা হবে মূল প্রতিযোগিতার শীর্ষ ৩০ স্টার্টআপ। এরপর জাতীয় পর্যায়ে সেরা ১০ উদ্ভাবনী ভাবনা বা স্টার্টআপ নির্বাচন করবেন ‘আইডিয়া’ প্রকল্পের বাছাই কমিটি এবং অন্যান্য বিচারকরা।

‘আইডিয়া’ প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক জানান, কোনো দুর্দান্ত উদ্ভাবনী ভাবনা ও পরিকল্পনা যাতে সহায়তা বা পৃষ্ঠপোষকতার অভাবে নষ্ট না হয় সে লক্ষ্যেই কাজ করছে আইসিটি বিভাগের ‘আইডিয়া’। মূলত তরুণ উদ্যোক্তাদের ‘উদ্যোগ’ বা পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে স্টুডেন্ট টু স্টার্টআপ শুরু হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *