fbpx
হোম আন্তর্জাতিক করোনায় যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রি বেড়েছে ৮০০ গুণ
করোনায় যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রি বেড়েছে ৮০০ গুণ

করোনায় যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রি বেড়েছে ৮০০ গুণ

0

করোনা ভাইরাসের প্রদুর্ভাবে যুক্তরাষ্ট্রের অবস্থা দিন দিনি খারাপ হচ্ছে। ইতোমেধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। পরিস্থিতি অবনতি হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে গত দুই সপ্তাহে অস্ত্র বিক্রি বেড়েছে ৮০০ গুণ। করোনা মহামারীতে কেন্দ্র করে দেশটিতে সামাজিক অস্থিরতা, লুট-পাট এবং হাঙ্গামা বাড়ার আশঙ্কা প্রকাশ করেই দেশটির নাগরিকরা অস্ত্র ক্রয়ের হিড়িক তুলেছেন।

ডগস গানস এবং তুলসার অ্যামো এবং রিলোডিংয়ের মালিক ডেভিড স্টোন জানান, আগের চেয়ে অস্ত্র বিক্রি কয়েকগুণ বেড়েছে।  প্রায় ৮০০ গুণ অস্ত্র বিক্রি করা হয়েছে এই কয়েকদিনে। এখন অস্ত্র ফুরিয়ে যায় নাই তবে আমাদের অস্ত্র ফুরিয়ে যাবে।

তিনি আরও জানান, করোনা ভাইরাস অবনতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সব ক্রেতা তড়িঘড়ি করে অস্ত্র কিনতে ছুটে আসছে। তারা সবাই জীবনের প্রথম অস্ত্র কিনছেন। আর হাতের কাছে যে অস্ত্র পাচ্ছে তাই তারা কিনে নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের অনেক অস্ত্র দোকানের মালিক রাতারাতি চাহিদা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রত্যেকে আলাদা আলাদা মত দিচ্ছেন। তারা মনে করছেন, করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। আমেরিকা জুড়ে অস্থিরতা বাড়তে পারে। তাই নিজেদের আত্মরক্ষার কারণে অস্ত্র কিনছেন তারা।

যুক্তরাষ্ট্রে করোনায় মারাত্মক প্রকোপ পড়েছে যে সব অঙ্গরাজ্য অন্যতম ওয়াশিংটন। এ অঙ্গরাজ্যের লেনউড গানের মালিক টিফ্যানি টিসডেল বলেন, আগে আমরা দিনে ২০ থেকে ২৫ টি অস্ত্র বিক্রি করতাম। এখন দিনে গড়ে দেড়শটি অস্ত্র বিক্রি করছি। শটগান, হ্যান্ডগান কিনছেন অনেকেই আর অনেকেই কিনছেন আধা স্বয়ংক্রিয় এআর১৫।

তিনি আরও জানান, ক্রেতারা দোকান খোলার এক ঘণ্টা আগে থেকেই অস্ত্র কেনার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। তার ক্রেতাদের মধ্যেই অনেকেই প্রথম অস্ত্র কিনছে তাই তাদের সম্পর্কে খোঁজ-খবর নিতে হচ্ছে। এ ছাড়া, অস্ত্র কি করে ব্যবহার করতে হয় তাও দ্রুত শিখিয়ে দিতে হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *