fbpx
হোম অন্যান্য করোনা রোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক আয়োজন
করোনা রোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক আয়োজন

করোনা রোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক আয়োজন

0

চট্টগ্রামের বাস্তবায়নে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে কোভিড-১৯ প্রতিরোধের অংশ হিসেবে মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৭ মার্চ শুক্রবার নগরীর বিভিন্ন মসজিদে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, কদম মোবারক জামে মসজিদ, মির্জাপুল জামে মসজিদ ও ও.আর.নিজাম রোড জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লীদের মসজিদে প্রবেশের পূর্বে মুসল্লীদের জীবাণুমুক্ত করার লক্ষ্যে হাতে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয় ।

এছাড়াও আন্দরকিল্লাস্থ জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডসহ হাসপাতালে জীবাণু নাশক স্প্রে ছিটানো হয় এবং বর্তমান পরিস্থিতে আন্দরকিল্লা থেকে জামাল খান এর মধ্যবর্তী স্থানে অবস্থিত নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, মুদির দোকান ও ফার্মেসীর সামনে সামাজিক দূরত্ব রক্ষার্থে বৃত্ত অঙ্কন করে দেওয়া হয়। এ কার্যক্রমটি চলমান থাকবে।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ. ছালাম, জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগসহ  যুব স্বেচ্ছাসেবকেরা।

Like
Like Love Haha Wow Sad Angry
4

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *