fbpx
হোম বিনোদন অভাবের তাড়নায় কাজ চেয়ে চলচ্চিত্র পরিচালকের ফেসবুক স্ট্যাটাস
অভাবের তাড়নায় কাজ চেয়ে চলচ্চিত্র পরিচালকের ফেসবুক স্ট্যাটাস

অভাবের তাড়নায় কাজ চেয়ে চলচ্চিত্র পরিচালকের ফেসবুক স্ট্যাটাস

0

করোনাভাইরাস পুরো বিশ্বকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। ধনী-গরীব কেউই রেহায় পায়নি করোনার ছোবল থেকে।তেমননি একজন কলকাতার পরিচালক প্রেমাংশু রায়। সাতাশ বছরের নাট্য চর্চার জীবনে এক ডজনেরও বেশি নাট্য পরিচালনা, গোটা দশেক নাটক লেখা, গোটা চল্লিশ নাট্যে অভিনয়, সিনেমার জন্য গান লেখা এবং তৈরি করেছেন চারটি চলচ্চিত্র। 

কিন্তু করোনার কারণে কাজ না থাকায় দিশেহারা হয়ে কাজ চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। মঙ্গলবার এক স্ট্যাসে তিনি লেখেন-

‘আবার একটা মানবিক আবেদন-

আমি কারও কাছে কোনো আর্থিক সাহায্য চাইছি না। যোগ্যতা অনুযায়ী কাজ চাইছি এবং তার বিনিময়ে সম্মানিক অর্থ চাইছি। সিরিয়াল, ওয়েব সিরিজ, সিনেমা যে কোনো জায়গায় লেখা, অভিনয় বা পরিচালনার কাজ চাইছি। দীর্ঘ সাতাশ বছর ধরে নাট্য চর্চার জীবনে এক ডজনেরও বেশি নাট্য পরিচালনা, গোটা দশেক নাটক লেখা, গোটা চল্লিশ নাট্যে অভিনয়, সিনেমার জন্য গান লেখা এবং চারটে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র (ফিচার ফিল্ম) পরিচালনা করেছি। যে ছবিগুলোর গল্প ও চিত্রনাট্য আমার লেখা।

আমার শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘চিলেকোঠা’। যে ছবিটি ‘সিডনি চলচ্চিত্র উৎসব’ এ শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ চিত্রনাট্য ও শ্রেষ্ঠ অভিনেতার (ঋত্বিক চক্রবর্তী) পুরস্কার পায়।

কিন্ত দীর্ঘদিন লকডাউন ও প্রযোজকের অভাবে আমি দীর্ঘদিন কর্মহীন। আমার সংসার চলছে না। আমি লেখা, পরিচালনা ও অভিনয় ছাড়া সত্যিই কোনো কাজ জানি না যেটা দিয়ে পেটের ভাত জোগাড় করা যায়। আর শুধুই নাটকে কাজ করেও পেটের ভাত জোগাড় হয় না। আমি সিরিয়াল বা ওয়েব সিরিজের জগতে সত্যিই কাউকে চিনি না। আর চলচ্চিত্র জগতের যেসব প্রযোজকদের চিনি বা কাজ করেছি, তারা এখন কাজ করছেন না। তাই এই মানবিক আবেদন।

যদি সত্যিই কেউ দয়া করে সঠিক কাজ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমি কৃতজ্ঞ থাকব।

বিঃ দ্রঃ: আমার যোগ্যতা বিচার করে কাজ দেবেন। যোগ্যতাহীন হলে সাথে সাথে বাদ দিয়ে দেবেন।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *