fbpx
হোম আন্তর্জাতিক ৪ হাজার সৈন্য নিয়ে করোনায় আক্রান্ত মার্কিন রণতরী
৪ হাজার সৈন্য নিয়ে করোনায় আক্রান্ত মার্কিন রণতরী

৪ হাজার সৈন্য নিয়ে করোনায় আক্রান্ত মার্কিন রণতরী

0

মরণব্যাধী করোনা ভাইরাস থেকে বাঁচার আকুতি জানিয়ে নজিরবিহীনভাবে পেন্টাগন বরাবর চিঠি দিয়েছেন মার্কিন রণতরী থিওডোর রুজভেল্ট ক্যাপ্টেন। দাবি জানিয়েছেন, জাহাজের সবাইকে আইসোলেশনে নেয়ার।

মঙ্গলবার নৌ-সেনাদের প্রাণ বাঁচানোর আকুতি জানিয়ে, পেন্টাগনের কাছে চার পৃষ্ঠার চিঠি পাঠিয়েছেন ক্যাপ্টেন। রণতরীর ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ের বলেন, আমরা তো কোন যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি না। তাহলে সেনাদের কেন এভাবে মরতে হবে। এখনই ন্যূনতম সেবা দেয়া সম্ভব না হলে হারাতে হবে বিশ্বস্ত এসব সম্পদ। এ জন্য জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত প্রয়োজন।

সাগর-মহাসাগর দাপিয়ে বেড়ানো এই মার্কিন রণতরী এখন করোনার থাবায় অসহায়। শতাধিক নাবিক আক্রান্ত হওয়ায় প্রতিমুহুর্তে মৃত্যু আতঙ্কে ভুগছে রণতরীটিতে থাকা চার হাজারের বেশি নৌ-সেনা।

নব্বই-র দশকে উপসাগরীয় যুদ্ধে বিমানবাহী এ রণতরীর দাপট দেখে বিশ্ব। মধ্যপ্রাচ্যে দাপট ধরে রাখতেও বড় ভূমিকা এর। ৯০টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার বহনে সক্ষম এ রণতরী এখন করোনা ভাইরাসের হানায় কুপোকাত। এরইমধ্যে, প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে, জাহাজের শতাধিক নাবিকের শরীরে। হুমকিতে, রণতরীতে দায়িত্বরত চার হাজারের বেশি সেনার সবাই।

Like
Like Love Haha Wow Sad Angry
3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *