fbpx
হোম আন্তর্জাতিক করোনায় ভারতে মৃত্যু ৩৫, আক্রান্ত ১৩৯৭ জন
করোনায় ভারতে মৃত্যু ৩৫, আক্রান্ত ১৩৯৭ জন

করোনায় ভারতে মৃত্যু ৩৫, আক্রান্ত ১৩৯৭ জন

0

সারাবিশ্বের ন্যায় ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৭। ভারতের তথ্য অনুযায়ী, মঙ্গলবার নতুন করে ১৪৬ জন আক্রান্ত হয়েছেন। গোটা দেশে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

করোনা আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে কেরল। সেখানে ইতিমধ্যেই ২৩৪ জন আক্রান্ত হয়েছেন। তার পরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ২১৬। তার পরে রয়েছে উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটক, তেলঙ্গানা, তামিলনাড়ু এবং রাজস্থান। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১০১। দিল্লিতে ৯৭, কর্নাটকে ৮৩, তেলঙ্গানা ৭৯, তামিলনাড়ু এবং রাজস্থানে ৭৪ জন আক্রান্ত হয়েছেন।

তবে মৃত্যুর নিরিখে দেশের মধ্যে সবচেয়ে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃতের সংখ্যা ৯।  তার পরে রয়েছে গুজরাত।  সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে।

অন্য দিকে, নিজামউদ্দিনের সভায় যোগ দেওয়া তেলঙ্গানার অন্তত ৬ বাসিন্দা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গেরও কয়েকশো মানুষ গিয়েছিলেন দিল্লির ওই সভায় যোগ দিতে। তাঁদের একটি অংশ ইতিমধ্যে ফিরেও এসেছেন বাংলায়। আর সেটাই রাজ্য প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry
10

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *