fbpx
হোম জাতীয় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ : তাপস
২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ : তাপস

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ : তাপস

0

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার (১ আগস্ট) বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

তাপস বলেন, দুপুর দুইটা থেকে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। এরপর থেকে নগরীর সব বর্জ্য অপসারণ করা হবে। এজন্য সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

তিনি বলেন, কোরবানির পরে যে বর্জ্য তা দুপুর ২টায় সম্পূর্ণরূপে অপসারণ করা হবে। ইনশাল্লাহ এ সময়ের মধ্যে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারবো।

মেয়র আরও বলেন, রাত ১২টা এক মিনিট থেকে হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে হাট কেন্দ্রীক সব বর্জ্য অপসারণ হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *