fbpx
হোম প্রবাস সৌদি আরবের রিয়াদে শোক দিবস পালিত
সৌদি আরবের রিয়াদে শোক দিবস পালিত

সৌদি আরবের রিয়াদে শোক দিবস পালিত

0

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, শিক্ষক ও কমিউনিটির নেতাসহ বিভিন্ন পেশার অভিবাসীরাও অংশ নেন।


দূতাবাসে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এরপর রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও স্থানীয় প্রবাসীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রিয়াদ দূতাবাসের উপ-মিশন প্রধান ড.নজরুল ইসলাম বলেন, জাতির জনকের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে বিচারের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো আন্তরিকভাবে কাজ করছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতির ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল। তাকে হত্যা করলেও তার স্বপ্ন, আদর্শ, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে পড়েছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

দূতাবাস প্রধান ড.ফরিদ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়। এরপর দূতাবাসের অডিটোরিয়ামে জাতির জনকের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *