fbpx
হোম প্রবাস বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রীঃ আমিরাত রাষ্ট্রদূত
বঙ্গবন্ধুর স্বপ্ন  বাস্তবায়ন করে যাচ্ছেন  প্রধানমন্ত্রীঃ আমিরাত রাষ্ট্রদূত

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রীঃ আমিরাত রাষ্ট্রদূত

0

আবুধাবিতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানের মধ্যে দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে সংযুক্ত আরব আমিরাতস্থ বাংলাদেশ দূতাবাস আবুধাবি। আলোচনার সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা মুহাম্মদ রেজাউল আলম।

রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এর সভাপতিত্বে ও প্রথম সচিব রেয়াজুল হকের পরিচালনায় সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান যথাক্রমে লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া, প্রথম সচিব মুহাম্মদ রেয়াজুল হক ও প্রথম সচিব মুহাম্মদ জুবায়েদ হোসেন। বাণী শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এরপর আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, শেখ যায়েদ ইউনিভার্সিটির প্রফেসর হাবীবুল হক খন্দকার, জনতা ব্যাংক ইউএই’র সিইও মুহাম্মদ আমিরুল হাসান, ইমরাদ হোসেন ইমু, নাছির তালুকদার, আশিস কুমার বড়ুয়া, উত্তম হাওলাদার, বশির ভূইয়া, গোলাম কাদের ইফতি, মুহাম্মদ রফিকুল আলম, মুহাম্মদ জাকের হোসেন জসিম, আইয়ুব খান সহ আমিরাতের বিভিন্ন সংগঠনের নেতারা ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, সাংবাদিক মুহাম্মদ আবদুল মন্নান, সাংবাদিক সনজিদ কুমার শীল ও সাংবাদিক নিমাই সরকার।

এ সময় রাষ্ট্রদূত বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর সব স্বপ্ন এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন বর্তমান প্রবৃদ্ধির হার ৮.১৩, যেটি অনেক দেশের জন্য স্বপ্ন এবং দেশ উন্নয়নের রোল মডেল হিসাবে এগিয়ে যাচ্ছে ।

সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন রেজাউল আলম।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *