fbpx
হোম আন্তর্জাতিক সু চির বন্ধুসহ গণতন্ত্রপন্থীর মৃত্যুদণ্ড কার্যকর
সু চির বন্ধুসহ গণতন্ত্রপন্থীর মৃত্যুদণ্ড কার্যকর

সু চির বন্ধুসহ গণতন্ত্রপন্থীর মৃত্যুদণ্ড কার্যকর

0

মিয়ানমারে সেনাবাহিনীর বিরুদ্ধে মিলিশিয়াদের লড়াইয়ে সহায়তা করার দায়ে চারজন গণতন্ত্রপন্থী আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সামরিক কর্তৃপক্ষ।

চলতি বছরের জানুয়ারিতে এক রুদ্ধদ্বার বিচারে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়। ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালাতে সহায়তা করার দায়ে অভিযুক্ত চার গণতন্ত্রপন্থী আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ। খবর বিবিসির।

সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ খবর দিয়েছে। কয়েক দশকের মধ্যে মিয়ানমারে এটিই প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুজন হলেন ফিও জেয়া থ (৪১) এবং কেয়াও মিন উ (৫৩)। উভয়েই ছিলেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ বন্ধু।

এহেন ঘটনায় ক্ষমতাসীন সামরিক জান্তা কর্তৃক নিষিদ্ধ ঘোষিত মিয়ানমারের ছায়া প্রশাসন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) এ মৃত্যুদণ্ডের নিন্দা প্রকাশ করেছে। এনইউজির প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র কিয়াও জ এক বার্তায় জানান, অত্যন্ত দুঃখিত। ঘটনা এমন হয়ে থাকলে জান্তার নিষ্ঠুরতাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। বিশ্ব সম্প্রদায়কে তাদের নিষ্ঠুরতার শাস্তি দিতে হবে।

অপর যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা হলেন হ্লা মায়ো অং ও অং থুরা জ। ফিও জেয়া থ-র স্ত্রী থাজিন নিউন্ত অংয়ের কাছে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, এ সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *