fbpx
হোম অন্যান্য সুন্দরবনে পর্যটক না ঢোকার নিষেধাজ্ঞা বন বিভাগের
সুন্দরবনে পর্যটক না ঢোকার নিষেধাজ্ঞা বন বিভাগের

সুন্দরবনে পর্যটক না ঢোকার নিষেধাজ্ঞা বন বিভাগের

0

সুন্দরবনে পরিবেশ ও বন্যপ্রাণীর আবাস স্থল রক্ষায় বন বিভাগ পর্যটকদের ঢোকার নিষেধাজ্ঞা দিয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশে এ নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানা যায়। এছাড়াও রোববার সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত হতে যাওয়া রাসমেলাও বাতিল করা হয়।

উল্লেখ্য, শনিবার রাত তিনটার দিকে বুলবুল লণ্ডভণ্ড করে দিয়েছে সুন্দরবন ও আশপাশের জনপদ। সময়ের সাথে এর তীব্রতা কমতে থাকে। এর মাঝেও উপকূলীয় উপজেলা শ্যামনগরের গাবুরায় অন্তত পাঁচ হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে। এছাড়া শতশত বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য সেনাবাহিনী কাজ করছে।
মূলত এসব কারণে আপাতত পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে বন বিভাগ থেকে অবগত করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *