fbpx
হোম আন্তর্জাতিক বাবরি মসজিদের রায় নিয়ে তসলিমার টুইট, ভারতে নিন্দিত
বাবরি মসজিদের রায় নিয়ে তসলিমার টুইট, ভারতে নিন্দিত

বাবরি মসজিদের রায় নিয়ে তসলিমার টুইট, ভারতে নিন্দিত

0

ভারতে বাবরি মসজিদ মামলার রায় নিয়ে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন টুইটারে টুইট করেছেন। এরপর তার পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনা করছেন ভারতীয়রা।

তসলিমার এমন পোস্টের পরই ভারতীয়রা তার ব্যাপক সমালোচনা শুরু করে।

শেফালি বৈদ্য নামে ভারতের একজন লেখিকা তসলিমার পোস্টের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আপনি ভারতে শরণার্থী হয়ে হিন্দুদের কাছে জীবন ভিক্ষা চান আর আপনি প্রতিটা ঘটনার সমালোচনা করেন। বাংলাদেশে ফিরে গিয়ে সেখানে স্কুল বানান। আপনার নিরক্ষর লোকদের তা দরকার।

ভারতের আরেক লেখক ও এক্টিভিস্ট অনুরাগ সাক্সেনা বলেছেন, ম্যাডাম আপনি আমাদের দেশে একজন শরণার্থী। আমাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, অনধিকারচর্চা নয়।

দেশটির আরেক লেখক ও কলামিস্ট সঞ্জয় দীক্ষিত বলেন, ভগবান রামের প্রতি কৃতজ্ঞ থাকুন যে এতকিছুর পরও হিন্দুরা আপনায় সহ্য করে আছে। আপনি নিজের দেশেই বেশি কিছু বলার কারণে টিকতে পারেননি। আপনি একজন অকৃতজ্ঞ অতিথি।

এছাড়া ভারতের আরো ডান পন্থিরা তসলিমা নাসরিনের কড়া সমালোচনা করেছেন।

গত শনিবার ভারতের সুপ্রিম কোর্ট বহু প্রতীক্ষিত অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, বাবরি মসজিদের বিতর্কিত ওই জমি সরকার পরিচালিত একটি ট্রাস্টের হাতে তুলে দেয়া হবে এবং তারা সেখানে একটি রামমন্দির নির্মাণ করবেন। আর মসজিদ নির্মাণের জন্য শহরের অন্য কোনো জায়গায় মুসলমানদের ৫ একর জমি দেওয়া হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *