fbpx
হোম অন্যান্য সিরাজগঞ্জে প্রাথমিক সমাপনীতে প্রথম দিনেই অনুপস্থিত ২৮৮০ জন
সিরাজগঞ্জে প্রাথমিক সমাপনীতে প্রথম দিনেই অনুপস্থিত ২৮৮০ জন

সিরাজগঞ্জে প্রাথমিক সমাপনীতে প্রথম দিনেই অনুপস্থিত ২৮৮০ জন

0

রবিবার (১৭ নভেম্বর) থেকে দেশব্যাপী শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী পরীক্ষায় সিরাজগঞ্জে বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় যে, এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী সর্বোমোট ৬০৪১৬ জন। তম্মধ্যে আজ প্রথমদিন অনুপস্থিত মোট ২০১০ জন শিক্ষার্থী। অনুপস্থিতির হার ৩.৩৩%। যার মধ্যে ছেলে ১০১৩ জন (৩.৬১%) এবং মেয়ে ৯৯৭ জন (৩.০৭%)।

অপরদিকে এবছর এবতেদায়ী পরীক্ষায় সর্বোমোট ৫৮৯৪ জন শিক্ষার্থী। এখানে অনুপস্থিত মোট ৮৭০ জন শিক্ষার্থী। অনুপস্থিতির হার ১৪.৭৬%। যার মধ্যে ছেলে ৪৬৬ জন (১৫.২৯%) এবং মেয়ে ৪০৪ জন (১৪.১৯%)।

প্রাথমিকে সরকারের নানামুখী প্রণোদনা কর্মসূচি গৃহিত হওয়া সত্ত্বেও এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর; বিশেষ করে এবতেদায়ীতে অনুপস্থিতির কারণ সম্পর্কে জানতে চাইলে জেলা সহকারী মনিটরিং অফিসার মিজানুর রহমান বিচ্ছিন্ন কিছু কারণ উল্লেখ করে অভিভাবকদের অসচেতনতা, চরাঞ্চলে অপর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা এবং বিবিধ কারণে পরিবারের মাইগ্রেশন করাকে অন্যতম বলে মনে করেন।

এবিষয়ে শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হকও অনুরূপ মন্তব্য করেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, এজন্য শিশুশ্রম এবং অভিভাবকদের অসচেতনতাই দায়ী। সরকারের বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষার পলিসি থাকা সত্ত্বেও সমাপনী পর্যায় থেকে শিক্ষার্থী এভাবে ঝরে পড়া মোটেও কাম্য নয়। সুতরাং বিলম্ব না করে এখনই এবিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে সচেতন মানুষ প্রত্যাশা করে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *