fbpx
হোম গণমাধ্যম সাংবাদিক শিমুল হত্যার আসামি মিরু জামিনে মুক্ত
সাংবাদিক শিমুল হত্যার আসামি মিরু জামিনে মুক্ত

সাংবাদিক শিমুল হত্যার আসামি মিরু জামিনে মুক্ত

0

সিরাজগঞ্জের শাহজাদপুরের ‘দৈনিক সমকাল’ এর সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি বরখাস্তকৃত পৌর মেয়র হালিমুল হক মিরু হাইকোর্টের দেয়া ছয় মাসের অন্তবর্তীকালীণ জামিনে মুক্তি পেয়েছেন।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। এর আগে হাইকোর্ট থেকে জামিনের কাগজপত্র রাজশাহী জেলা কারাগারে পৌঁছলে জেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেয়।

পাশাপাশি হালিমুল হক মিরুকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে সরকারের সংশ্নিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

উচ্চ আদালত থেকে মিরুর জামিন হয়েছে; শাহজাদপুরে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকার জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। মামলার বাদী সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তায় উদ্বিগ্ন হয়ে পড়েন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে অপহরণের পর পৌর শহরে মেয়র হালিমুল হক মিরুর বাড়িতে আটকে রেখে তার দুই সহোদরের মারপিটের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যান সাংবাদিক শিমুল।

এ ঘটনায় মিরু ও তার সহোদর হাবিবুল হক মিন্টুসহ ৪০ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা করেন নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন। মামলা দায়েরের ৩ মাস পর ২০১৭ সালের ২ মে শাহজাদপুর আদালতে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *