fbpx
হোম গণমাধ্যম সাগর-রুনি হত্যা মামলার কোন অগ্রগতি নেই
সাগর-রুনি হত্যা মামলার কোন অগ্রগতি নেই

সাগর-রুনি হত্যা মামলার কোন অগ্রগতি নেই

0

সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন হাইকোর্ট। মামলাতে আজো কোন ধরনের অগ্রগতি পায়নি হাইকোর্ট।

জানিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একটি দ্বৈত বেঞ্চ।

হাইকোর্টের তলবে তদন্ত কর্মকর্তা খন্দকার সফিকুল আলম মামলার সার্বিক তথ্য আদালতকে অবহিত করেন।

তদন্ত কর্মকর্তা জানান, চারটি ডিএনএ প্রতিবেদনের মধ্যে দুটি মিলেছে। তবে এ দুটিতে আসামিদের সম্পৃক্ততা না পাওয়ায় সেগুলো যুক্তরাষ্ট্রে এফবিআইর ল্যাবে পাঠানো হয়েছে। মামলার তদন্তে অগ্রগতি না হওয়ায় সন্দেহভাজন আসামি তানভীর রহমান হত্যা মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। তাই সন্দেহভাজন আসামির মামলার কার্যক্রম কেন বাতিল হবে না তা জানতে চেয়ে দুই সপ্তাহেরে রুল জারি করেছেন আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা-সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজ বাসায় খুন হন। কিন্তু ৭ বছর পেরিয়ে গেলেও আজও তার কোন অগ্রগতি না হওয়ায় সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *