fbpx
হোম বিনোদন বাবরি মসজিদ নিয়ে মন্তব্য করলেন সালমান খানের বাবা সেলিম খান
বাবরি মসজিদ নিয়ে মন্তব্য করলেন সালমান খানের বাবা সেলিম খান

বাবরি মসজিদ নিয়ে মন্তব্য করলেন সালমান খানের বাবা সেলিম খান

1

বাবরি মসজিদের রায়ের পর ভিন্ন মত দিলেন ভারতের সেলিম খান৷

অযোধ্যার বিরোধপূর্ণ বাবরি মসজিদের জমি মন্দির নির্মাণে হিন্দুদের দিতে নির্দেশ দেয়া হয়েছে।
সুপ্রিমকোর্টের এ রায়ে বেশ সন্তুষ্ট সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান। তবে একটু ভিন্নমত দিলেন ক্যামেরার পেছনের এই বর্ষীয়ান তারকা।

তিনি সরাসরিই বললেন, মুসলমানদের জন্য দেয়া ৫ একর ওই জমিতে মসজিদের নির্মাণ চাই না আমি। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান গড়া হোক। আমাদের ভালো স্কুল ও হাসপাতালের প্রয়োজন।

তা হলে মসজিদ কোথায় নির্মাণ হবে? এ বিষয়ে কোনো জবাব আসেনি তার কাছ থেকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে সালমান খানের বাবা বলেন, বরাদ্দকৃত ওই জমিতে মসজিদের প্রয়োজন নেই মুসলমানদের। তার বদলে ওই জমিতে স্কুল অথবা কলেজ তৈরি হোক। এতে অনেক সমস্যা মিটবে। ইসলামে ভালোবাসা ও ক্ষমার কথা বলা হয়েছে। ভারতের মুসলমানদের সেদিকটি ভেবেই এগোতে হবে।

সুপ্রিমকোর্টের রায়কে সাধুবাদ জানিয়ে সেলিম খান বলেন, ‘এ রায় ঘোষণার পর এতদিনে অযোধ্যা বিতর্কে ইতি পড়ল। এবার ওই দুই নীতি মেনেই চলতে হবে। অতীত আঁকড়ে পড়ে থেকে লাভ নেই। বরং পুরনো সব কিছু ভুলে এগিয়ে যেতে হবে।’

Like
Like Love Haha Wow Sad Angry

Comment()

  1. কুলাঙ্গার রা সামন্য একটু হাড্ডি পেয়েছে তাতেই খুশি, আরে তুই কি বুঝবি বাবরি মসজিদের গুরুত্বের কথা, এটা শুধু ভারত বর্ষের মসজিদ না এটা ভারত বর্ষে মুসলমানদের অস্তিতের প্রশ্ন বেটা হুনুমান।

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *