fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা সাঈদীকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ফেসবুকে পোস্ট; যুবক গ্রেফতার
সাঈদীকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ফেসবুকে পোস্ট; যুবক গ্রেফতার

সাঈদীকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ফেসবুকে পোস্ট; যুবক গ্রেফতার

0

প্রধানমন্ত্রী দেলাওয়ার হোসাইন সাঈদী, ধর্মমন্ত্রী মিজানুর রহমান আজহারী, অর্থমন্ত্রী  আন্দালিব রহমান পার্থসহ আরও কয়েকজন জামায়াত ও বিএনপি নেতাদের নাম উল্লেখ করে একটি ফেসবুক পোস্ট দেয়ায় পঞ্চগড় দেবীগঞ্জের আব্দুর রহিম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রহিমের বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের সর্দারপাড়া এলাকায়। সে ওই এলাকার নায়েব আলীর ছেলে।

এই পোস্ট নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার এক পর্যায়ে বিষয়টি পুলিশের নজরে আসলে সোমবার (১৫ জুন) গভীর রাতে দেবীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।  মঙ্গলবার (১৬ জুন) পঞ্চগড়ের দেবীগঞ্জে  ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, সে ওই পোস্টে আরও উল্লেখ করে যে, এই সকল ব্যক্তিরা যদি সরকার পরিচালনা করতো তাহলে কতোই না ভাল হতো।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার জানান, ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আব্দুর রহিম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি কল্পিত মন্ত্রিসভার তালিকা ছবিসহ প্রকাশ করে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *