fbpx
হোম গণমাধ্যম সাংবাদিককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে তোলপাড় !
সাংবাদিককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে তোলপাড় !

সাংবাদিককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে তোলপাড় !

0

দৈনিক জনকণ্ঠের লালমনিরহাট জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীনকে গত রাতে জেলার কুলাঘাট থেকে আটক করেন বিজিবি। আটকের পর শারিরীকভাবে লাঞ্ছিত করে ১ বোতল ফেন্সিডিল দিয়ে মাদক মামলা দেয়ার অভিযোগ উঠে বিজিবি’র বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জেলার সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠেছে। এছাড়াও এমন চাঞ্চল্যকর বিষয় নিয়ে গোটা জেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে  লালমনিরহাট সদর থানায় সাংবাদিক শাহীনকে হস্তান্তর করা হয়েছে। এ সময় বিজিবি’র সদস্যরা শাহীনের দু’হাতে হ্যান্ডকাপ ও কোমরে দড়ি বেঁধে থানায় নিয়েছেন বলে দেখা গেছে।

স্থানীয় সাংবাদিক ও সহকর্মীদের কাছ থেকে জানা যায়, জাহাঙ্গীর আলম শাহীন লালমনিরহাট আদিতমারী উপজেলার মহিষ খোঁচা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি সীমান্ত চোরাচালানসহ বিভিন্ন রিপোর্ট করার কারণে কুলাঘাট বিজিবি’র কমান্ডার আনোয়ার তার উপরে ক্ষিপ্ত।

তবে এটিকে মাদক মামলার নাটক অভিহিত করে বিচার বিভাগের তদন্তের দাবী জানান জেলা প্রেসক্লাব সাংবাদিক নেতারা। তারা জানান, ১৫ বিজিবি’র লালমনিরহাট পরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনভাবেই এমন ন্যাক্কারজনক ঘটনার দায় এড়াতে পারেনা।

লালমনিরহাট সদর থানা ওসি শাহ আলম জানান, সাংবাদিকের নামে মামলা দিয়েছেন বিজিবি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry
4

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *