fbpx
হোম রাজনীতি ‘সরকার জনগণকে বাদ দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করছে’
‘সরকার জনগণকে বাদ দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করছে’

‘সরকার জনগণকে বাদ দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করছে’

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণকে বাদ দিয়ে সরকার বিদেশিদের নিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে অমীমাংসিত বিষয়গুলোর সঠিক সমাধানে সরকারের আলোচনা করা দরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আসছেন নাকি পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণা করতে আসছেন সেই সম্পর্ক নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই নেতা।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর আয়োজনে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও দাবি তার। স্বাধীনতার ৫০ বছর পরেও সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *