fbpx
হোম অন্যান্য বাংলাদেশে গণতন্ত্র পরিস্থিতির অবনতি হয়েছে: এলডিআই
বাংলাদেশে গণতন্ত্র পরিস্থিতির অবনতি হয়েছে: এলডিআই

বাংলাদেশে গণতন্ত্র পরিস্থিতির অবনতি হয়েছে: এলডিআই

0

ভ্যারাইটিস ডেমোক্রেসি বা ভি-ডেম ইনস্টিটিউটের উদারনৈতিক গণতন্ত্র ইনডেক্স (এলডিআই) ,মন্তব্য করেছে, গত এক দশকে বাংলাদেশের উদার গণতন্ত্র পরিস্থিতির লক্ষণীয়ভাবে অবনতি হয়েছে এবং ক্রমশ স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে।

২০১০ থেকে ২০২০ সালের মধ্যে গণতন্ত্রের অবস্থার তুলনা করে দেয়া এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ ‘ক্রমশ স্বৈরতান্ত্রিক হচ্ছে’। ভি-ডেমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রতিনিধিত্বকারী দেশ ভারত ‘নির্বাচিত একনায়কতন্ত্রের’ দেশে পরিণত হয়েছে। সেখানে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের প্রতি হুমকি আরো বাড়ছে। শূন্য দশমিক ৮৮ স্কোর নিয়ে এই সূচকে প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক।

সংস্থাটি দাবি করেছে, বিশ্বের ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ১৫৪তম অবস্থানে। সংস্থাটির এ বছরের গণতন্ত্র প্রতিবেদনে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক এক। এই বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান শাসনব্যবস্থাকে ‘নির্বাচিত একনায়কতন্ত্র’ বিভাগে রাখা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হংকংসহ, বাংলাদেশ, হাঙ্গেরি, ফিলিপাইন, তানজানিয়ার মতো জনবহুল দেশগুলো একনায়কতান্ত্রিক দলের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, ১৭৮৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ২০২টি দেশের ডেটাসেটের ওপর ভিত্তি করে ভি-ডেমের প্রতিবেদন তৈরি করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *