fbpx
হোম রাজনীতি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সাদ এরশাদ
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সাদ এরশাদ

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সাদ এরশাদ

0

রংপুর-৩ আসনে উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন রাহগির আলমাহি ওরফে সাদ এরশাদ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. সামশুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যন্যদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম এমপি, মাসুদ উদ্দিন চৌধুরী এমপি এবং সৈয়দা জাকিয়া নূর এমপি উপস্থিত ছিলেন।

গত ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপনির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন সাদ এরশাদ। ১৭৫ কেন্দ্রে ৫৮ হাজার ৮৭৮ ভোট পান তিনি। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান পান ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পান ১৪ হাজার ৯৮৪ ভোট।

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য হয়ে। উপনির্বাচনে সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *