fbpx
হোম আন্তর্জাতিক শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আজ বিকালে
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আজ বিকালে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আজ বিকালে

0

শনিবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আজ বিকালে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোটাবাইয়া রাজাপাকসে এবং ক্ষমতাসীন সরকারের মন্ত্রী সাজিথ প্রেমাদাসা মূলত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, রোববার প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৫০ জন মানুষ নিহত হওয়ার পর অনুষ্ঠিত হয় এই নির্বাচন। ১৫ বছরের বেশি সময় দেশটির অর্থনীতির অবনমন হয়েছে। এ বছরে আত্মঘাতী হামলার পর সেখানে বিনিয়োগে আস্থা নষ্ট হয়েছে বিনিয়োগকারীদের।

এতে পর্যটন খাতও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ১০ বছর আগে তামিল বিদ্রোহীদের সঙ্গে গৃহযুদ্ধ হয়েছে সরকারের। সেই যুদ্ধে তামিলদের পরাজিত করে সেনাবাহিনী, যদিও এ নিয়ে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ অভিযোগ আছে।

ওই সময় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন গোটাবাইয়া রাজাপাকসে। তিনি পূর্ব অভিজ্ঞতাকে ব্যবহার করে শক্তিশালী নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, দেশের প্রায় দুই কোটি ২০ লাখ মানুষের জীবনকে নিরাপদ করবেন তিনি। নাগরিকদের বেশির ভাগই সিনহলিজ বৌদ্ধ। রোববার সকালের দিকে পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে সিনহলিজ বৌদ্ধ অধ্যুষিত এলাকায় প্রাধান্য বিস্তার করে আছেন গোটাবাইয়া রাজাপাকসে। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন সরকারের মন্ত্রী সাজিথ প্রেমাদাসা। তিনি এগিয়ে আছেন দেশের উত্তরাঞ্চলে। এ এলাকাটি সংখ্যালঘু তামিল অধ্যুষিত। দেশটির নির্বাচন কমিশন বলেছে, তারা আশা করছেন আজ রোববার দিন শেষে ফল পরিষ্কার হতে পারে। ঘোষণা করা হতে পারে নির্বাচিত প্রার্থীর নাম। স্বল্প সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্টের শপথ হবে।
তামিল রাজনৈতিক দলগুলো কঠোরভাবে বিরোধিতা করছে রাজাপাকসের। কারণ, ২০০৯ সালে গৃহযুদ্ধের সময় প্রতিরক্ষা মন্ত্রী থাকা অবস্থায় গোটাবাইয়া রাজাপাকসে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে তাদের অভিযোগ। বলা হয়, ওই সময় অকাতরে তার সেনাবাহিনী বেসামরিক তামিল লোকজনকে হত্যা করেছে। গোটাবাইয়া রাজাপাকসে ও তার ভাই মাহিন্দ রাজাপাকসে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *