fbpx
হোম রাজনীতি শ্রীলঙ্কাকে দেওয়া ঋণ পুনরুদ্ধার সম্ভব নয় : রব
শ্রীলঙ্কাকে দেওয়া ঋণ পুনরুদ্ধার সম্ভব নয় : রব

শ্রীলঙ্কাকে দেওয়া ঋণ পুনরুদ্ধার সম্ভব নয় : রব

0

অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে থাকা শ্রীলঙ্কাকে দেওয়া ঋণ বাংলাদেশের পক্ষে পুনরুদ্ধার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

রোববার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

আবদুর রব বলেন, জনগণ যখন ১১ লাখ ৪৪ হাজার ২৯৭ কোটি টাকার অধিক ঋণে আবদ্ধ এবং পাঁচ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, তখন শ্রীলঙ্কাকে ২৫ কোটি ডলার ধার দেওয়া সরকারের দূরদর্শী কূটনীতির পরিচায়ক নয়।

শ্রীলঙ্কার ঋণের পরিমাণ জিডিপির ১১৯ শতাংশ এবং ঋণ ফেরত দেওয়ার সামর্থ্য নেই বলেও মন্তব্য করেন তিনি।

রব বলেন, শ্রীলঙ্কার মতো দেউলিয়াত্বের দিকে ধাবমান দেশকে বাংলাদেশের পক্ষে ঋণ দিয়ে পুনরুদ্ধার করা সম্ভব নয়। ঋণ ফেরতের শর্ত প্রতিপালনে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া সরকারের বাহবা কুড়ানোর অপরিণামদর্শী সিদ্ধান্তে রোহিঙ্গা ইস্যুও জাতিকে দীর্ঘস্থায়ী সংকটে নিপতিত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *