fbpx
হোম অন্যান্য ১৪০০ টাকা ফেরত চাওয়ায় ইউপি সদস্যের হামলায় কৃষক আহত!
১৪০০ টাকা ফেরত চাওয়ায় ইউপি সদস্যের হামলায় কৃষক আহত!

১৪০০ টাকা ফেরত চাওয়ায় ইউপি সদস্যের হামলায় কৃষক আহত!

0

ন্যায্য মূল্যের (১০টাকা কেজি) চালের কার্ড করে দেওয়ার আশ্বাসে ইউপি সদস্যকে দেওয়া টাকা ফেরত চাওয়ায় মন্টু কারিগর নামে এক কৃষককে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে অভিযুক্ত ইউপি সদস্যের পাল্টা অভিযোগ সেই কৃষকের হামলায় তিনি (ইউপি সদস্য) নিজেই আহত হয়েছেন।

আহত মন্টু কারিগর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউপিনয়নের চিনাধুকুরিয়া গ্রামের ইদ্রিস প্রামাণিকের ছেলে। আহত ইউপি সদস্য চাঁন মোল্লা (৩৫) একই গ্রামের মৃত আব্বাস মোল্লার ছেলে। মন্টু প্রামাণিক জানান, প্রায় দেড় মাস পূর্বে স্থানীয় ইউপি সদস্য তারা মোল্লাকে ন্যায্য মূল্যের চালের কার্ড করে দেওয়ার অনুরোধ জানালে তিনি ২ হাজার টাকা দাবি করেন। পরে অনেক অনুরোধ ও আমার অসহায়ত্বের দোহায় দিয়ে ১৪০০ টাকা প্রদান করি। কিন্তু অনেকের ন্যায্য মূল্যের কার্ড হয়ে গেলেও আমার কার্ড না হওয়ায় ইউপি সদস্য তারা মোল্লাকে তাগিদ দিলেও সে কর্ণপাত করে না। পরে কয়েক দফায় আমি টাকা ফেরত চাই।

শনিবার (১৬ এপ্রিল) বিকালে স্থানীয় চিনাধুকুরিয়া বাজারে তার মালিকানাধীন দোকানে গিয়ে তার কাছে টাকা দাবি করলে তিনি আমাকে গালমন্দ করেন। এক পর্যায়ে দোকানে থাকা বাঁশের লাঠি দিয়ে আমাকে উপর্যুপরী আঘাত করতে থাকে। পরে এলাকার লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক ঝুনু বলেন, আমার ইউনিয়নের প্রতিটি ইউপি সদস্যকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া আছে যে কোন সেবা প্রদান করার বিনিময়ে যেনো কারও কাছ থেকে টাকা না নেওয়া হয়।

এই অভিযোগ সত্য হওয়ার কোন সম্ভাবনাও নেই। তিনি আরও জানান, মন্টু সরদারই লোকজন নিয়ে ইউপি সদস্য তারা মোল্লার উপর হামলা চালায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মঈনুল শেখ বলেন, উভয় পক্ষেরই পরস্পর বিরোধী ২টি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *