fbpx
হোম আন্তর্জাতিক শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব, রায়ের পর ইমরানের বার্তা
শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব, রায়ের পর ইমরানের বার্তা

শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব, রায়ের পর ইমরানের বার্তা

0

পাকিস্তানের সুপ্রিমকোর্ট তাকে আবার অনাস্থা ভোটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আদালতের ওই রায়ের ঘণ্টাকয়েকের মধ্যে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

বৃহস্পতিবার রাতে এক টুইটবার্তায় ইমরান খান এ কথা বলেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

তিনি লেখেন, ‘শুক্রবার ক্যাবিনেটের বৈঠক ডেকেছি। সংসদীয় দলের বৈঠকও ডেকেছি। সন্ধ্যায় আমি জাতির উদ্দেশে ভাষণ দেব। সবসময়েই দেশবাসীর পাশে আছি এবং পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

প্রতিবেদনে বলা হয়েছে, অনাস্থা প্রস্তাব খারিজ এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে বৃহস্পতিবার অসাংবিধানিক বলে ঘোষণা করেন পাক সুপ্রিমকোর্ট। টানা চার দিনের শুনানির পর প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়ালের নেতৃত্বে গঠিত পাকিস্তান সুপ্রিমকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এ ঘোষণা করেন। পাশাপাশি ওই বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে যে, শনিবার সকাল সাড়ে ১০টায় পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে ইমরানকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত রোববার পাক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে আনা বিরোধী জোটের তরফে পেশ হওয়া অনাস্থা প্রস্তাব নিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটির কথা থাকলেও ডেপুটি স্পিকার কাসিম খান সুরি তা খারিজ করে দেন।

তিনি জানান, বিদেশি শক্তির প্ররোচনায় আনা এ অনাস্থা প্রস্তাব সংবিধানবিরোধী এবং তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পাকিস্তান সংবিধানের ৫ নম্বর ধারা মেনে এ নিয়ে কোনো ভোট করাতে পারবেন না তিনি।

এর পরেই ইমরান খানের সুপারিশে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এ সিদ্ধান্তের বিরোধিতা করে রোববার রাতেই পাক শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে স্বতঃপ্রণোদিত মামলা করে বিরোধীরা। সোমবার থেকে তারই শুনানি শুরু হয়েছিল। শুক্রবার রাতে পাঁচ বিচারপতিই একমত হয়ে এ রায় ঘোষণা করেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *