fbpx
হোম আন্তর্জাতিক সেনাপ্রধানকে সরাতে চেয়েছিলেন ইমরান
সেনাপ্রধানকে সরাতে চেয়েছিলেন ইমরান

সেনাপ্রধানকে সরাতে চেয়েছিলেন ইমরান

0

পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি প্রকাশিত একটি বিস্ফোরক ভিডিও বার্তায় এমন দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সদস্য আমির লিয়াকত হোসেন।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও পোস্টে ইমরানের আরও অনেক গোপন বিষয় জানেন বলে দাবি করেন এবং তা ফাঁস করে দেওয়ারও হুমকি দেন প্রধানমন্ত্রীর দলীয় এই সদস্য। হিন্দুস্তান টাইমস।

সম্প্রতি ভেঙে দেওয়া জাতীয় পরিষদের সদস্য আমির লিয়াকত হোসেন নিজের বক্তব্য দিয়ে সাজানো ওই ভিডিওতে দাবি করেছেন, ইমরান খান একবার তাকে ফোন করে বলেছিলেন যে, তিনি (ইমরান খান) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়াকে অপসারণের পরিকল্পনা করছেন।

তিনি বলেন, ‘আমি সেই সত্যের সাক্ষী যে আপনি সেনাপ্রধানকে সরিয়ে দিতে চেয়েছিলেন। আমি এরকম অনেক কিছু জানি। যদি সেগুলো প্রকাশ করি, তাহলে বিশাল সর্বনাশ হবে।’

ভিডিও বক্তব্যে আমির আরও বলেন, ‘আপনি সেনাবাহিনীতে বিভাজন তৈরি করার চেষ্টা করেছেন। আপনি একজন কর্পস কমান্ডারকে উত্ত্যক্ত করে সেনাপ্রধানকে অপসারণের চেষ্টা করেছেন, আমি তার জ্বলন্ত সাক্ষী।’ তাছাড়া ইমরান খান তার বিরুদ্ধে বিরোধীদের পদক্ষেপের পিছনে বিদেশি উসকানি প্রমাণ করার জন্য যে চিঠি তৈরি করেছেন-সেটিও জাল বলে অভিহিত করেছেন আমির। এ সময় তাকে ভীষণ ক্ষুব্ধ দেখাচ্ছিল। আমির বলেন, ‘আমরা কেউই দেশদ্রোহী নই। কিন্তু আপনারা আমাদের সবাইকে বিশ্বাসঘাতক বলেছেন।’

এর আগেও এমন গুঞ্জন কয়েকবার শোনা গিয়েছিল যে, ইমরান খান তার ঘনিষ্ঠ পেশোয়ারের বর্তমান কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের মাধ্যমে সেনাবাহিনীর অভ্যন্তরে একটি বিভাজন তৈরির চেষ্টা করছেন। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের সম্পর্কের টানাপড়েনের কারণে সেই দূরত্বও স্পষ্ট হয়ে উঠেছিল। যদিও ইমরান বারবার বলে এসেছেন সেনাবাহিনীর সঙ্গে তার কোনো দ্বিমত নেই। এমনকি তিনি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে মার্কিন ষড়যন্ত্র হিসাবে উল্লেখ করেছেন-যার সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই বলে স্বীকার করেছেন।

ইমরান খান বলেছেন রাশিয়া ইউক্রেন আক্রমণের পর তার সাম্প্রতিক মস্কো সফরে আমেরিকা বিরক্ত। এ কারণে মার্কিনিরা বেশ কিছু দিন ধরে পাকিস্তানকে পাশ কাটিয়ে চলেছে বলে অভিযোগ করেছেন ইমরান। যদিও ইউক্রেন-রাশিয়া এবং আমেরিকার বিষয়ে বাজওয়ার বিবৃতি স্পষ্ট করেছিল যে, ইমরান খান এবং বাজওয়া একই মতাদর্শে নেই। জেনারেল বাজওয়া সম্প্রতি বলেছেন, আমেরিকার সঙ্গে পাকিস্তানের চমৎকার সম্পর্ক রয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *