fbpx
হোম বিনোদন শিল্পী সমিতির নির্বাচনে প্রতিপক্ষের বিশৃঙ্খলার আশংকা চিত্রনায়িকা মৌসুমীর
শিল্পী সমিতির নির্বাচনে প্রতিপক্ষের বিশৃঙ্খলার আশংকা চিত্রনায়িকা মৌসুমীর

শিল্পী সমিতির নির্বাচনে প্রতিপক্ষের বিশৃঙ্খলার আশংকা চিত্রনায়িকা মৌসুমীর

0

২৫ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী প্রতিপক্ষের বিশৃঙ্খলা হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন।

রাজধানীর একটি হোটেলে মৌসুমী তার নির্বাচনী ইশতেহার তুলে ধরার পর এই মন্তব্য করেন। তিনি বলেন, “আমার প্রতিপক্ষ পরাজিত হবে এই আশংকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকদের অনুরোধ করবো এই দিকে দৃষ্টি রাখার জন্য।”

মৌসুমীর ইশতেহারে যে সকল বিষয় উল্লেখ রয়েছে-

১. শিল্পীকে তার আত্মসম্মানের জায়গায় অধিষ্ট করা।

২. শিল্পী সমিতির দাপ্তরিক কার্যক্রম ডিজিটাল পদ্ধতির আওতায় আনা, যাতে শিল্পী সমিতির সকল কার্যক্রম
এবং সম্মানিত সদস্যদের ডাটাবেজ ওয়ান ক্লিকের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব হয় ।

৩. শিল্পী সমিতির নামে একটি ইউটিউব চ্যানেল খােলা।

৪. শিল্পী সমিতির পক্ষ থেকে ওয়েব সিরিজ তৈরি করা। এবং তা থেকে প্রাপ্ত লাভের সম্পূর্ন অংশ শিল্পী সমিতির হবে- তা নিশ্চিত করা। শুধু তাই নয়, এই অর্থ তহবিলে প্রদান করা হবে এবং এই ওয়েব সিরিজে শিল্পীরা পর্যায়ক্রমে অনেকেই অভিনয় করবে। পাশাপাশি অভিনয়ের জন্য পারিশ্রমিক পাবে ।

৫. চলচ্চিত্রের বর্তমান দূরাবস্থা থেকে মুক্তি লাভের জন্য চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের
অর্থমন্ত্রণালয় এবং প্রযােজক পরিচালক সমিতির যে সমস্ত কার্যক্রম গ্রহণ করছেন তাদের সঙ্গে ঐক্যতা প্রকাশ করা।

৬. শিল্পীদের সহযোগিতায় এবং সমন্বয়ে প্রতিবছর একটি করে এক্সিবিশন আয়ােজন করা।

৭. বয়স্ক ভাতা চালু করা হবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত দাতার কাছ থেকে ফান্ড সংগ্রহ করে আলাদা একটি একাউন্ট করে বয়স্ক ভাতা পরিচালনা করা।

৮. স্বল্প আয়ের শিল্পীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে হস্তশিল্প বা কুটিরশিল্প প্রতিষ্ঠান তৈরি করা। প্রয়োজনে দৈনিক ভিত্তিতে তাদের সঠিক মূল্যায়ণ করা। শিল্পী সমিতির আয়ের সকল অর্থ এই সমিতির একাউন্টেই জমা দিয়ে শিল্পীদের কল্যাণেই ব্যয় করা নিশ্চিত করা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *