fbpx
হোম গণমাধ্যম গণমাধ্যমকর্মী আইন খুব দ্রুত পাস হবেঃ হাছান মাহমুদ
গণমাধ্যমকর্মী আইন খুব দ্রুত পাস হবেঃ হাছান মাহমুদ

গণমাধ্যমকর্মী আইন খুব দ্রুত পাস হবেঃ হাছান মাহমুদ

0

গণমাধ্যমকর্মী আইন নিয়ে অগ্রগতি আছে। বেশ অগ্রগতি হয়েছে। খুব সহসাই তা পার্লামেন্ট হয়ে পাস হয়ে আসবে। সেখানে গণমাধ্যমকর্মীদের শ্রমিক হিসবে যে আখ্যা দেওয়া হয়ছিল, তা থাকবে না।

বৃহস্পতিবার প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এ ‘সম্প্রচার গণমাধ্যমের সংকট’ শীর্ষক এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এই মন্তব্য করেন। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ যৌথভাবে এই আলোচনার আয়োজন করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, সাংবাদিক ভাইদের বঞ্চিত করবেন না। তারা অনেক কষ্ট করে চ্যানেগুলো চালায়। যারা টেলিভিশনের জন্য কাজ করছে। তাদের সেই দরদটা অনুধাবন করবেন। অহেতুক কারো চাকুরিচ্যুতি ঘটবে না এটাই আমার প্রত্যাশা।

এছাড়াও সভায় সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো নেই। মালিকদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মতো এটি একটি ব্যবসা। অন্য প্রতিষ্ঠানে বিভিন্ন সুযোগ থাকলেও এখানে কোনো গ্যাচুইটি বা বেতন বৃদ্ধি নেই। এমনকি অনেক প্রতিষ্ঠানে মাসের পর মাস বেতন হয় না। তাই এই মাধ্যমকেও একটা প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *