fbpx
হোম জাতীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করা উচিত: ডা. জাফরুল্লাহ চৌধুরী
শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করা উচিত: ডা. জাফরুল্লাহ চৌধুরী

শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করা উচিত: ডা. জাফরুল্লাহ চৌধুরী

0

আজ ২২ জানুয়ারি শনিবার দুপুরে ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক হাবীবুর রহমান রিজুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর, রাষ্ট্রসংস্কার আন্দোলনের নেতা এডভোকেট হাসনাত কাইয়ুম, প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, উপ-মহাদেশের মেহনতি মানুষের কণ্ঠস্বর, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫০তম বার্ষিকী আজ শনিবার।মুক্তিযুদ্ধকালীন দীর্ঘদিন ভারতে থাকার পর ১৯৭২ সালের এই দিনে বাংলার কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের নয়নমণি মওলানা ভাসানী ১৯৭২ সালের ২২ জানুয়ারি স্বদেশের মাটিতে ফিরে আসেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন-সার্বভৌম ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের ১২ দিন পর ঢাকায় পত্রপত্রিকায় মওলানা ভাসানীকে নিয়ে নানা ধরনের লেখালেখি শুরু হলে ভারত সরকার বাংলাদেশে প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মওলানা ভাসানীকে দেশে ফেরার ব্যবস্থা করেন। তখন তার স্বাস্থ্য বিশেষ ভালো ছিল না। দিল্লি থেকে দেশে ফেরার আগে তিনি ১৯৭২ সালের ২১ জানুয়ারি আসামের ফরিদগঞ্জে এক জনসভায় ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ ইতিহাস, পাকিস্তানের বর্বরতা ও ২৩ বছরের শোষণের একটি চিত্র তুলে ধরেছিলেন। পরদিন ২২ জানুয়ারি মেঘালয় থেকে তিনি ভারত সরকারের একটি জিপে বাংলাদেশের হালুয়াঘাটে পৌঁছেন। তার সাথে ভারতীয় সেনাবাহিনীর একজন চিকিৎসক ছিলেন।

তিনি আরো বলেন, আজকে শাবিপ্রবির ছাত্ররা আন্দোলন করছে ভার্সিটির ভিসি পুলিশ দিয়ে ছাত্রদের মেরেছে । এটাই যতেষ্ট উনি আজকেই পদত্যাগ করে ছাত্রদের বলবেন আমার ভুল হয়েছিল এর জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত। পুলিশ দিয়ে কেন তাদেরকে পেটানো হবে? ভিসির অপরাধ কি আছে সেটা আমি দেখতে চাই না শুধু পুলিশ দিয়ে ওদেরকে পেটানোর জন্য ছাত্রদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি মনে করি শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করা উচিত। কারণ শিক্ষা মন্ত্রী তাদেরকে ডেকে পাঠাচ্ছেন শিক্ষা মন্ত্রীর উচিত তাদের কাছে গিয়ে মীমাংসা করে দেওয়া। আজ মাওলানা ভাসানী থাকলে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো না। এইসব ব্যাপারে আমরা কথা বলতে পারছিনা সব জায়গায় বাঁধা। সরকারের জবাবদিহিতা নাই।জনগনের মুখের কথা একমাত্র মওলানা ভাসানী আমাদের শিখিয়ে গেছেন। কিন্তু তাকে আমরা ভুলেগেছি। আজকে সরকারীভাবে ভাসানী জন্ম ও মৃত্যু দিবস পালন হয়না পত্র পত্রিকায় ও সেভাবে উল্লেখ নাই। আজকে আমাদেরকে দেশে গণতন্ত্র ও মুজলুমের সরকার প্রতিষ্ঠা করতে হলে একটা সঠিক নির্বাচন দরকার।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এসরকার আমাদেরকে বাঁদর খেলা দেখাচ্ছে, এ সরকার মনে করে আমরা সবাই বোকা। আমলা দিয়ে দেশ কখনো সুশাসন হয়না। আসলে সরকার পুরোপুরি জনগন থেকে বিছিন্ন। আমলা দিয়ে সুশাসন কায়েম করা যায় না, ধান্দাবাজি করানো যায়। আজকে এই আমলারা যারাই আপনার সঙ্গে মিনমিন করছে তারা একটা সময় আপনাকে বেঁধে নিয়ে আসবে। কাক যেমন চোখ বন্ধ করে মরিচ লুকায় এটা মনে করার কারন নাই। সারা পৃথিবী আমাদের গণতন্ত্র হরন, খুন গুম, আমাদের অধিকার, দুর্নীতি সবকিছুই জানে। এখন এই বিষয়গুলোর ইস্যুতে আমাদেরকে মিলিতভাবে সংগ্রাম গড়েতোলা ছাড়া মুক্তির জায়গা আসবেনা। তিনি বলেন, আগামী নির্বাচনপূর্ববর্তী দুই নির্বাচনকেও ছাড়িয়ে যাবে। একটা পরিকল্পনা হলো নির্বাচনে প্রধান শিক্ষকদের ব্যবহার করা হবে এবং জেলা প্রশাসকেরা তো অনুগত আছেই। এসব ব্যাপারে সতর্ক হতে হবে। আমি মনে করি না যে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার কোনো পরিবর্তন আনতে পারবে। অন্তত দুই বছরের জন্য একটা জাতীয় সরকার বা সর্বদলীয় সরকার দরকার।

গণসংহতি পরিষদের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্রসমাজ আমাদের নতুন পথের দিশা দেখাচ্ছেন। বর্তমান সরকার মওলানা ভাসানীকে প্রান্তিক জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে।এ রাষ্ট্র তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে স্মরণ করা হয়না। কারন রাষ্ট্রে প্রান্তিক জনগনের অংশীদারিত্ব নাই। এ রাষ্ট্র পুরাপুরি ফ্যাসিস্ট, মুষ্টিমেয় কয়েকজনের রাষ্ট্রে পরিনত হয়েছে। মওলানা ভাসানী ১৯৭২ সালে বলেছিলেন রাষ্ট্রটি সেদিকে যাচ্ছে।একজন মানুষকে ক্ষমতার কেন্দ্রবিন্দু করতে গিয়ে জাতীয় ঐক্য আর থাকলোনা। ১৯৭২ সালে ক্ষমতাসীনরা সেদিনজাতীয় ঐক্য করলোনা বলে একদিকে ফ্যাসিবাদ অন্যদিকে জাতীর বিভাজনের ঘটনা প্রথমেই বাংলাদেশে ঘটছে।

সাকি আরো বলেন, এ সরকারের উন্নয়ন হচ্ছে কয়েকটি মেঘা প্রজেক্ট উন্নয়ন সযার থেকে ভয়াবহ লুটপাট করে বিদেশে বেগমপাড়া আর হাজার হাজার কোটি টাকা লুটপাট। রাষ্ট্রীয়ভাবে মাওলানা ভাসানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের আহ্বায়ক জানিয়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসু ভিপি নুরুলহক নুর বলেন, দেশের বিদ্যমান সংকট উত্তরণে তত্ত্বাবধায়ক বা জাতীয় সরকার যে নামেই হোক ২/১ বছরের জন্য একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। আর জাতীয় সরকার হলে দেশও বাঁচবে, আওয়ামীলীগও সেইভ। মানবাধিকার লঙ্ঘনের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে নুর বলেন,’যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে এ সময়ে বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। তাই আমাদেরকে সুযোগ কাজ লাগাতে হবে। কোন দেশে আরেক দেশের সরকার পরিবর্তন করে দেবে না। জনগণকে সাথে নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে। না হলে রাজনৈতিক বিরোধী দল, সংগঠন ও জনগণকে চরম খেসারত দিতে হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *