fbpx
হোম রাজনীতি শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশন তদন্ত করে দেখা হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশন তদন্ত করে দেখা হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশন তদন্ত করে দেখা হবে : শিক্ষামন্ত্রী

0

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশি অ্যাকশন তদন্ত করা দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, পুলিশ এসে দুই পক্ষকে শান্ত করবে। কিন্তু সেখানে টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটেছে। আমার শিক্ষার্থীরা আহত হয়েছে। পুলিশি অ্যাকশন প্রয়োজন মতো নাকি অতিরিক্ত ছিল, তা তদন্ত করে দেখতে হবে। তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের হয়ে আসবে।

এ সময় শিক্ষামন্ত্রী ছাত্রদের উদ্দেশে বলেন, এ ঘটনার তদন্ত হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আহত দুইজনের উন্নত চিকিৎসার দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন।

বুধবার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হতে পারে-এমন আশঙ্কা প্রসঙ্গে ডা. দীপু মনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আন্দোলন করার দরকার নেই। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এ সময় তিনি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এ ছাড়া ব্যবসায়ীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ব্যবসায়ীরাও কাজে ফিরে যাবেন। উত্তেজনা সৃষ্টি করবেন না। বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা হচ্ছে। আজও যারা অপচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *