fbpx
হোম অন্যান্য লালমনিরহাটে নবনির্বাচিত দুই মেয়রের দায়িত্ব গ্রহণ
লালমনিরহাটে নবনির্বাচিত দুই মেয়রের দায়িত্ব গ্রহণ

লালমনিরহাটে নবনির্বাচিত দুই মেয়রের দায়িত্ব গ্রহণ

0

রোববার (১৪ মার্চ) দুপুরে লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সীলরগণ বিদায়ী মেয়রের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। পৌর কর্মকর্তা ও কর্মচারীগণের আয়োজনে পাটগ্রাম ও লালমনিরহাটে একই সময়ে দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ করেন বিদায়ী ও নবনির্বাচিত মেয়রদ্বয়।

এ সময় উপজেলা ও পৌর আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেয়র রাশেদুল ইসলাম সুইটের সংবর্ধনা অনুষ্ঠানে। পাটগ্রাম পৌরসভার বিদায়ী মেয়র মোঃ শমসের আলী দীর্ঘ ৩৩ বছরের একজন সফল জনপ্রতিনিধি। তিনি গত নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হোন। এর আগে স্বতন্ত্র প্রতীকে দুইবার পাটগ্রাম পৌরসভার চেয়ারম্যান, দুইবার পাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও জীবনের প্রথমবার ১৯৮৭ সালে তিনি পাটগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পৌরসভার একজন চেয়ারম্যান ও মেয়র হিসেবে বিদায়বেলা হাসিমুখে দায়িত্ব হস্তান্তর করেন এবং নবনির্বাচিত মেয়র যুবলীগ সভাপতি রাশেদুল ইসলাম সুইট এ সময় লিখিতভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

অপরদিকে, লালমনিরহাট পৌরসভার বিদায়ী মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু লিখিতভাবে পৌর কার্যালয়ের দায়িত্বভার অর্পণ করেন নবনির্বাচিত মেয়র যুবনেতা রেজাউল করিম স্বপনের হাতে। এসময় নবনির্বাচিত মেয়র ও কাউন্সীলর পরিষদকে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানান পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *