fbpx
হোম অন্যান্য ভোটের ফলাফল পরিবর্তন করার অভিযোগে মামলা দায়ের
ভোটের ফলাফল পরিবর্তন করার অভিযোগে মামলা দায়ের

ভোটের ফলাফল পরিবর্তন করার অভিযোগে মামলা দায়ের

0

গত ২৮ ডিসেম্বর ২০২০ ধামরাই পৌরসভার নির্বাচনের ফলাফল নিয়ে তৈরি হয় বিতর্ক। বিজয়ী প্রার্থী শহিদুল্লাহর উট পাখি কে পেছনে ফেলে, পানির বোতল মার্কার জাহাঙ্গীর আলমের ভোট বেশি বলে তার সমর্থকেরা মিছিল করেন। কিন্ত দীর্ঘ সময় পর ফলাফলে বিজয়ী ঘোষণা করা হয় উট পাখি প্রতিকের শহিদুল্লাহকে ।

এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরের সমর্থকেরা বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান। জাহাঙ্গীর আলমের ফলাফল পরিবর্তন করে বিজয়ী হন বর্তমান কমিশনার শহিদুল্লাহ এই শ্লোগানে শতশত মানুষ রাস্তায় নেমে আসে ।

এ বিষয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদও প্রকাশ হয়। তাই ফলাফলের সত্যতা প্রমাণ করতে আইনের আশ্রয় নেন।  ধামরাই পৌরসভা সাধারণ নির্বাচন ২০২০ এর ৮ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে জাহাঙ্গীর আলমের জনপ্রিয়তা থাকলেও ইভিএম’র মাধ্যমে ফলাফল পরিবর্তন করার অভিযোগ এনে পূনরায় ভোট গণনার আবেদন করেন তিনি।

গত ১১ই ফেব্রয়ারী ২০২১ সহকারী জজ আদালত ও নির্বাচন কমিশনে, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার (সহকারী রিটার্নিং অফিসার), বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষে সচিব এবং বর্তমান কমিশনার শহিদুল্লাহসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং-০১/২১.।

আদালত বর্ণনা শুনে আগামী ১৬ তারিখ বিবাদী শহিদুল্লাহসহ সকলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এদিকে  আগামী ১৬ তারিখ বিবাদী শহিদুল্লাহসহ সকলকে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত । এছাড়াও সাভার থেকে সরকারি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলাও করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
4

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *