fbpx
হোম অন্যান্য রামপুরা ও মহাখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন গণস্বাস্থ্য কেন্দ্র
রামপুরা ও  মহাখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন গণস্বাস্থ্য কেন্দ্র

রামপুরা ও মহাখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন গণস্বাস্থ্য কেন্দ্র

0

আজ মঙ্গলবার ১৮ জানুয়ারী দুপুরে রাজধানীর রামপুরা থানায় নতুনবাগ বস্তি
এলাকায় এবং বনানী থানায় মহাখালী ওয়ারলেস গেইট এলাকায় গণস্বাস্থ্য
কেন্দ্র কর্তৃক রিকসা, ভ্যান চালক,ফুটপাতের দোকানদার ও অসহায় বস্তিবাসীসহ
৫ শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় কম্বল বিতরণে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা
জাহাঙ্গীর আলম মিন্টু, মহাখালী এলাকার সমাজসেবক মিজানুর রহমান মিজান,
রামপুরা নতুনবাগ বস্তি এলাকায় ইঞ্জিনিয়ার আসিব আকবর, কলেজ ছাত্রদের
সামাজিক সংগঠন খুশির ঠিকানার শাহাজালাল সিয়াম, সিহাব উদ্দীন সিহাব
প্রমূখ।

কম্বল  বিতরণের সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম
মিন্টু বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার পর হতে বিগত ৫০ বছর যাবত
অসহায় মানষের মাঝে খাদ্য, চিকিৎসা, শিক্ষা উন্নয়ন ও নারীদের ক্ষমতায়াণসহ
অসহায় মানুষদের পাশে থেকে সবসময় সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছে। গত ২০২০ ও
২১ সালে করোনাকালে প্রায় ৩৫ হাজার পরিবারকে গণস্বাস্থ্য খাদ্য সহায়তা
করেছে। যেকোন দূর্যোগ মহামারীর সময় গণস্বাস্থ্য জনগনের পাশে সাহায্যে
নিয়ে এগিয়ে যায়। এ বছরও সারাদেশে ৫ হাজার পরিবারকে সারাদেশে শীত কম্বল
উপহার দিয়েছে। ইতিমধ্যে ঢাকা দক্ষিন সিটিতে যাত্রাবাড়ী থানায় ৬শত
পরিবারকে শীত কম্বল উপহার দেন। তাছাড়া গাজীপুর সিটি করপোরেশন
এলাকা,খুলনা, রংপর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বগুড়া, শেরপুর সদর,
নালিতাবাড়ী( বিধবা পল্লী), নোয়াখালী ও সাতক্ষীরা কম্বল বিতরণ করেন।
জাহাঙ্গীর আলম মিন্টু আরো বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রস্টি ডা.
জাফরুল্লাহ্ চৌধুরী গত ২০ ডিসেম্বর ২০২১ ইং শীথ কম্বল বিতরণ  উদ্ভোধণ
করেন। সে সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী “বিত্তশালী ধনীদেরকে গণস্বাস্থ্য ত্রান
সহায়তা সাহায্য করার জন্য এগিয়ে আসার আহবান জানান। দানকারীদের সাহায্য
সম্পূর্ণ আয়করমুক্ত”।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *