fbpx
হোম আন্তর্জাতিক যেখানে ভোট হচ্ছে সেখানেই হারছে বিজেপি: মমতা
যেখানে ভোট হচ্ছে সেখানেই হারছে বিজেপি: মমতা

যেখানে ভোট হচ্ছে সেখানেই হারছে বিজেপি: মমতা

0

যেখানে ভোট হচ্ছে সেখানেই হারছে বিজেপি। লোকসভার পর তাদের উদ্ধত্য বেড়ে গিয়েছিল। আজ তার যোগ্য জবাব পেয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ মঙ্গলবার সকালে ভোটগণনা শুরু হওয়ার কিছুক্ষণ পর স্পষ্ট হয়ে গিয়েছিল ফলাফলের বিষয়টি। এরপরই তৃতীয়বার দিল্লির ক্ষমতায় আসার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে ফোন করে অভিনন্দন জানাচ্ছিলেন দেশের বিজেপি বিরোধী নেতা-নেত্রীরা।

প্রথমে ফোন করে ও পরে টুইট করে তাকে অভিনন্দন জানান মমতা। এর উত্তরে ফোনে তাকে ধন্যবাদ জানিয়ে এখন থেকেই শপথে আসার আমন্ত্রণ জানিয়ে দেন কেজরিওয়াল। বাঁকুড়ার সভা থেকে কথা উল্লেখ করে মমতা বলেন, তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছি। তিনিও আমাকে শপথে উপস্থিত থাকার জন্য বারবার করে অনুরোধ করেছে। আজ আমি খুব খুশি হয়েছি। কারণ, দিল্লিতে গণতন্ত্রের জয় হয়েছে। আর তার দলের জয় প্রমাণ করল আঞ্চলিক দলগুলো খুব শক্তিশালী হয়ে উঠছে। যেখানেই আঞ্চলিক দল আছে সেখানে তারাই শক্তিশালী। আর কংগ্রেস শূন্যে পৌঁছে যাচ্ছে।

এরপরই বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশজুড়ে বিদ্বেষের রাজনীতি করছে বিজেপি। রাজনীতি হোক শান্তি,উন্নয়ন ও দেশের ভালোর জন্য। বিজেপি ভাগাভাগির রাজনীতি করে। তবে এর ফলও হাতে নাতে পাচ্ছে। মহারাষ্ট্রের দিকে তাকান, ঝাড়খণ্ডের দিকে তাকান আর সব শেষে দিল্লি। তারা ছড়াচ্ছিল ঘৃণার রাজনীতি। কিন্তু, গণতন্ত্রের জয় হল। কেজরিওয়ালের জয় হল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *