fbpx
হোম অন্যান্য চীন থেকে বাংলাদেশি কাউকে ফেরানো হবে না: পররাষ্ট্রমন্ত্রী
চীন থেকে বাংলাদেশি কাউকে ফেরানো হবে না: পররাষ্ট্রমন্ত্রী

চীন থেকে বাংলাদেশি কাউকে ফেরানো হবে না: পররাষ্ট্রমন্ত্রী

0

করোনাভাইরাসের কারণে চীন থেকে দেশে আসতে চাওয়া বাংলাদেশি কাউকে এই মুহূর্তে সরকারিভাবে ফেরানো হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে ব্যক্তিগতভাবে কেউ চাইলে ফিরতে পারবে। সে ক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা সরকার নেবে। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুব সংবেদনশীল, তাদের বাবা-মায়েরা বলছেন তাদেরকে নিয়ে আসার জন্য। আমরা বলেছি, আপনারা যদি নিয়ে আসেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে তোমরা যদি আসতে চাও, তাহলে ডেফিনিটলি আমরা চেক করে কোয়ারেন্টিনে দেব।

তিনি আরো বলেন, আমাদের দেশ খুব ঘনবসতিপূর্ণ। আমাদের কোয়ারেন্টিনেও কিছু সমস্যা হয়। কারণ মা, বাবা, আত্মীয়স্বজন, আশেপাশের লোক দেখা করতে যায়। এতে সংক্রমণের আশঙ্কা তৈরি হয়।

গত ১ ফেব্রুয়ারি উহান থেকে ৩১২ বাংলাদেশি বিমানের একটি উড়োজাহাজে করে ফেরত আসেন। তারপর থেকে ওই পাইলটদের অন্য দেশ ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে অন্য কোনো পাইলটকে আর চীনে পাঠানোর ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *