fbpx
হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে এরদোয়ান
যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে এরদোয়ান

যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে এরদোয়ান

0

প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় পিপিই-মাস্কসহ যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ।সোমবার দেশটির মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এরদোয়ান বলেন, মঙ্গলবার আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসা সহায়তা প্রেরণ করছি, যার মধ্যে রয়েছে সার্জিক্যাল ও এন ৯৫ মাস্ক, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও জীবাণুনাশক বিভিন্ন মেডিসিন।

তিনি আরও বলেন, এমন সময়ে যখন উন্নত দেশগুলোও তুরস্কের সমর্থন চাইছে, আমরা বলকান থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত জনপদে আমাদের সহায়তা অব্যাহত রেখেছি।

মন্ত্রিসভার বৈঠকের কথা জানিয়ে এরদোয়ান বলেন, ১ মে পর্যন্ত তুরস্কের ৩১টি শহরে তিনদিনের লকডাউন জারি থাকবে। এছাড়া মে মাসের শেষ ও ইদুল ফিতরের আগ পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে দেশটিকে করোনাভাইরাস শনাক্তের পাঁচ লাখ কিট পাঠিয়েছিল তুরস্ক।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *