fbpx
হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে করোনা মোকাবিলায় সর্বোচ্চ বিল পাস
যুক্তরাষ্ট্রের ইতিহাসে করোনা মোকাবিলায় সর্বোচ্চ বিল পাস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে করোনা মোকাবিলায় সর্বোচ্চ বিল পাস

0

মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় প্রণোদনা বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাস মোকাবিলায় এই বিল পাস হলো প্রণোদনা দেয়ার জন্য ।

বিশাল অংকের অর্থ সহায়তার এ বিলটি অনুমোদনের জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাঠানো হয়। বিল পাস হওয়ার দুই দিন পরেই শনিবার (২৮ মার্চ) বিলে সাক্ষর করেন ট্রাম্প। এর আগে বিল পাস হওয়ার পর দ্রুত স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া হওয়া সবচেয়ে বড় অঙ্কের বিল এটি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে করোনা ভাইরাস প্যাকেজের মত এত বিপুল অঙ্কের প্রণোদনা আর কখনো দেয়া হয়নি বলে ট্রাম্প প্রশাসন ও সিনেটরগণ দাবি করেছেন। মহামারীতে চাকরি হারানো কর্মী ও ক্ষতিগ্রস্ত শিল্পকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য এই অর্থ ব্যয় করা হবে।

এছাড়াও প্রাপ্তবয়স্কদের ১২০০ ডলার এবং শিশুদের ৫০০ ডলার করে দেওয়া হবে। করোনা ভাইরাস রুখতে খরচ করা হবে ২ হাজার কোটি ডলার। টাকার অঙ্কে তার মূল্য সাড়ে ১৭ লাখ কোটি টাকারও বেশি।যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে (১ লাখ ২ হাজার ৪৬৪)। মৃতের সংখ্যা ১ হাজার ৬০০ ছাড়িয়েছে (১৬০৭)।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *