fbpx
হোম অন্যান্য জামালপুরে মানুষের উপচেপড়া ভিড়, নেই করোনা সচেতনতা
জামালপুরে মানুষের উপচেপড়া ভিড়, নেই করোনা সচেতনতা

জামালপুরে মানুষের উপচেপড়া ভিড়, নেই করোনা সচেতনতা

0

করোনার সংক্রমণ প্রতিরোধে সারা দেশে ১০দিনের জন্য সব জমায়েত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হলেও জামালপুরের ইসলামপুরে গুঠাইল বাজারে চলছে নিত্য প্রয়োজনীয় জিনিসের জমজমাট হাট। উপজেলার গুঠাইল বাজারে সপ্তাহের দু’দিন শুক্র ও সোমবার হাটের মতই লোক সমাগম হয় কেনাবেচার জন্য।

সরেজমিনে গিয়ে দেখা যায় , প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার সকালে বসানো হয় হাট। হাটে শতশত কৃষক আসেন পেঁয়াজ, কাঁচা, শুকনো মরিচ, আলুসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। ব্যাপারীরাও এ সময় তাদের চাহিদা মতো জিনিস পত্র কিনছেন।

করোনা প্রতিকারে সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই হাটে জমায়েত হতে দেখা যায় কৃষক ও ব্যাপারীদের। উপস্থিত সকলেই করোনার ভয়াবহতা জানলেও কেউ মানছেন না। স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা হলে তারা জানান, সারা দেশ যখন করোনা ভাইরাস আতংকে শহরের সকল দোকান পাট বন্ধ এবং পাঁচজন লোক একত্রে থাকতে দেওয়া হয়না, সেখানে আমাদের এই গুঠাইল বাজারে সপ্তাহে শুক্র ও সোমবার দু’দিন প্রায় হাজার হাজার মানুষ নিয়ে হাট বসে। কিভাবে আর কার নির্দেশনায় তারা হাট পরিচালনা করেন তা আমরা জানিনা। তবে স্থানীয় প্রশাসনের কাছে আমাদের দাবি এ হাটটি যেন দ্রুত বন্ধ করে দেওয়া হয়।

এদিকে কমিটি জানায়, এখন ভরা মৌসুম চলছে পেঁয়াজ ও শুকনো মরিচের। এ হাটে জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যাপারীরা আসেন পেঁয়াজ ও শুকনো মরিচ কিনতে। হাজার হাজার মণ পেঁয়াজ ও শুকনো মরিচ আসে এই বাজারে। তাই সরবরাহ স্বাভাবিক রাখতে হাট বসার কোন বিকল্প নেই।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে জেলার সকল হাট-বাজার আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। এ জন্য মাইকিংও করা হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *