fbpx
হোম আন্তর্জাতিক মদিনায় মৃত্যুর হার ভয়াবহ; নতুন করে কারফিউ জারি
মদিনায় মৃত্যুর হার ভয়াবহ; নতুন করে কারফিউ জারি

মদিনায় মৃত্যুর হার ভয়াবহ; নতুন করে কারফিউ জারি

0

গত মার্চ মাসের ২ তারিখ থেকে শুরু করে চলতি মাসের ২ তারিখ পর্যন্ত সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ১৮৮৫ জন, মারা গেছে ২১জন।

এর মধ্যে শুধু মাত্র মদিনায় ১৩ জন। সুস্থ হয়েছে ৩২৮ জন, আক্রান্তের মধ্যে রাজধানী রিয়াদে ৫৮৭ জন, মক্কায় ৩৬৩ জন, ইস্টান রিজিওনে ৩৫২ জন, জেদ্দায় ২৫৬ জন, মদিনায় ১৯৯ জন, আসিরে ৪২ জন, তায়েফে ২৯ জন, নাজরানে ১৩ জন, আল বাহাতে ১৩ জন, জিজানে ১০ জন, তাবুকে ৮ জন, আল কাসিমে ৭ জনসহ বিভিন্ন স্থানে ২-৩ জন করে আক্রান্ত ।

মিনিস্ট্রি অফ হেলথ (সৌদি আরব) এখন পর্যন্ত ৪ জন বাংলাদেশি করোনা ভাইরাসে মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা। এরি মধ্যে মক্কা ও মদিনায় গতকাল হতে ২৪ ঘন্টার কারফিউ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তা চলবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *