fbpx
হোম আন্তর্জাতিক ভাষণ দিতে এসে ভয়ে পালালেন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি
ভাষণ দিতে এসে ভয়ে পালালেন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি

ভাষণ দিতে এসে ভয়ে পালালেন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি

0

ভাষণ দিতে এসে অবশেষে প্রাণ বাঁচাতে হাইতির উত্তরাঞ্চলীয় শহর গোনাইভেস ছেড়ে পালিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। দ্য ওয়াশিংটন পোস্টের খবরে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, অ্যারিয়েল হেনরি এবং দেশটির অন্যান্য সরকারি কর্মকর্তারা স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে গোলাগুলি শুরু হলে প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী।

দেশটির সংবাদ মাধ্যম লে নিউভেলিস্টের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নতুন বছরের প্রথম দিন সকালে অ্যারিয়েল হেনরি গোনাইভেসের এক চার্চের অনুষ্ঠানে অংশ নেন। এই দিনেই দেশটি ১৮০৪ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

এরপর সেখানে অস্ত্রধারী বেসামরিক লোকদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর গোলাগুলি শুরু হয়। এরপর প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যান অ্যারিয়েল হেনরি ও অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার বলেছে, ‘দস্যু এবং সন্ত্রাসীরা’ হেনরির প্রাণহানির চেষ্টা চালিয়েছে। এবং তারা প্রধানমন্ত্রীর কনভয়ে গুলি চালাতে দেয়ালের পিছনে লুকিয়ে ছিল এবং চার্চকে ঘিরে রেখে বিশপকে হুমকি দেওয়া হয়েছে।

কার্যালয় থেকে এই ঘটনাকে অসহনীয় বলে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট। 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *