fbpx
হোম অন্যান্য ‘ভাত চাই-খাবার চাই’ বাঁচার মতো-বাঁচতে চাই’
‘ভাত চাই-খাবার চাই’ বাঁচার মতো-বাঁচতে চাই’

‘ভাত চাই-খাবার চাই’ বাঁচার মতো-বাঁচতে চাই’

0

মহামারি করোনার প্রভাবে দিন দিন বাড়ছে কর্মহীন মানুষের আহাজারি। সবকিছু অবরুদ্ধ হওয়াতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন হাজারো মানুষ। সরকারি, বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা অব্যাহত থাকলেও তা নিতান্তই কম মানুষ পাচ্ছেন।

এদিকে দিন দিন পেটের ক্ষুধার জ্বালা বাড়ায় অনাহারি-অর্ধাহারি মানুষরা বাধ্য হচ্ছেন ঘর ছেড়ে বাইরে আসতে। আজও বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রংপুর মহানগরীর বেশ কিছু স্থানে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে ত্রাণ বঞ্চিত মানুষেরা। দুপুরে নগরীর ১৫, ২৮, ৩১ ও ৩২নং ওয়ার্ডের ত্রাণ বঞ্চিতরা প্রশাসনের লকডাউন বিধি অমান্য করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। এসময় তারা ‘ভাত চাই-খাবার চাই’ বাঁচার মতো-বাঁচতে চাই’ স্লোগানে ত্রাণ সহায়তার জন্য আহাজারি করেন।

নগরীর মডার্ন মোড় সড়কের প্রবেশ মুখে অবস্থান নেন কয়েক শতাধিক নারী পুরুষ। সেখানে সিটি করপোরেশনের ৩১ ও ৩২নং ওয়ার্ডের শেখপাড়া, বারো আউলিয়া, মিলনপাড়া, মোল্লাপাড়া, চেয়ারম্যানপাড়া, মোসলেমপাড়াসহ আশপাশের ত্রাণ সুবিধা বঞ্চিত লোকেরা অংশ নেন।

এদিকে রংপুর মহানগরী ছাড়াও গঙ্গাচড়া সদর উপজেলার ৬ ও ৭নং ওয়ার্ডেও শত শত অভুক্ত নারী-পুরুষ ত্রাণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

ত্রাণ সহায়তা প্রসঙ্গে রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানান, সরকার এবং বেসরকারিভাবে প্রতিদিনই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে সিটি করপোরেশনের মাধ্যমে প্রায় সতের হাজার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া চাল  বিতরণ করা হয়েছে। নতুন করে আরও ২৩৫ চাল বরাদ্দ এসেছে। খুব শিগগিরই সেগুলো বিতরণ করা হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *