fbpx
হোম অন্যান্য বৃটিশ আমলে গ্রেফতার, ১২২ বছর ধরে জেল খাটছে বটগাছটি !
বৃটিশ আমলে গ্রেফতার, ১২২ বছর ধরে জেল খাটছে বটগাছটি !

বৃটিশ আমলে গ্রেফতার, ১২২ বছর ধরে জেল খাটছে বটগাছটি !

0

এই পৃথিবীতে বিস্ময়কর ঘটনার শেষ নেই। তেমনই এক নিদর্শন রয়েছে পাকিস্তানে। ১০০ বছরেরও অধিক সময় ধরে গ্রেফতার হওয়া একটি শিকল বন্দী বটগাছ এখনও মুক্তির অপেক্ষায় দিন গুনছে। হাল আমলে নয়, বৃটিশ আমলে এক মজার ঘটনায় এই বটগাছটিকে গ্রেফতার করা হয়। আরও মজার বিষয় হলো, ১২২ বছর আগে গ্রেফতার হওয়া এই গাছটি স্বাধীন পাকিস্তানেও মুক্তি পায়নি।

গাছটিকে গ্রেফতার করা হয় ১৮৯৮ সালে। বৃটিশ আর্মি অফিসার জেমস স্কুইড-এর নির্দেশে গাছটিকে গ্রেফতার করে বন্দী করা হয়। শোনা যায়, একদিন মদ্যপ অবস্থায় ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে স্কুইড দেখেন, গাছটি তাঁর দিকে এগিয়ে আসছে। বারবার তিনি গাছটিকে এগিয়ে আসতে নিষেধ করেন। কিন্তু মদ্যপকে যেন ধরতে এগিয়ে যায় বট-বৃক্ষ। মদ্যপ সেনাকর্তা তখনই বলে দেন, এই গাছকে উচিত শিক্ষা দিতে হবে। গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কর্তার ইচ্ছায় কর্ম। সঙ্গে সঙ্গেই বিশাল বট গাছটিকে শেকল দিয়ে বেঁধে ফেলা হয়। আজীবন বন্দি রাখার রায় দিয়ে দেন তিনি। পরে বৃটিশ আর্মি অফিসার জেমস স্কুইড-এর নেশা কেটে গেলেও বট গাছটির আর মুক্তি মেলেনি। এত বছর পরও গাছটি পূর্বের ন্যায় বন্দী।

শুধু এই গাছটিকে গ্রেফতার করাই নয়, স্থানীয় বাসিন্দাদেরও হুমকি দেওয়া হয়- এই গাছকে কেউ মুক্ত করলে তাকেও শাস্তি পেতে হবে। সেই হুমকির ভয়েই কিনা কে জানে আজও পাকিস্তানের লান্ডি কোটাল আর্মি ক্যান্টনমেন্টে গেলে দেখা যাবে লোহার শিকলে বন্দী সেই প্রাচীন বটগাছটিকে। এর গায়ে এখনও লেখা- ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট।’

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *