fbpx
হোম ক্রীড়া বিশ্বকাপের টিকিট বণ্টন করা হবে বাফুফে সংশ্লিষ্টদের মাঝে
বিশ্বকাপের টিকিট বণ্টন করা হবে বাফুফে সংশ্লিষ্টদের মাঝে

বিশ্বকাপের টিকিট বণ্টন করা হবে বাফুফে সংশ্লিষ্টদের মাঝে

0

বাংলাদেশের মানুষরা যে ফুটবলপ্রেমী, তা বোঝা যায় বিশ্বকাপ আসলেই। বাড়ির ছাদে, গলির মোড়ে পছন্দের দলের পতাকা টানিয়ে সমর্থন জানানো। জয়ের পর পতাকা নিয়ে আনন্দ মিছিল। সমর্থিত দলকে শ্রেষ্ঠ প্রমাণ করতে সমর্থকদের নানাবিধ যুক্তি-তর্ক প্রদর্শন। সবকিছুই এদেশের মানুষের ফুটবল প্রিয়তার জানান দেয়। আরো একটি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। মাসব্যাপী উৎসবের উপলক্ষ্য তৈরি হচ্ছে। ওয়ার্ল্ডকাপ উত্তেজনায় সামিল হতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) টিকিটও পাঠাচ্ছে ফিফা।

তবে তা পাবেন না সাধারণ দর্শকগণ। বাফুফের সংশ্লিষ্টরাই পাবেন কাতার বিশ্বকাপের টিকিট।

কাতার বিশ্বকাপের টিকিট বণ্টন নিয়ে বাফুফে ইতোমধ্যে কমিটি গঠন করেছে। গতকাল টিকিট ক্রয়ের ব্যাপারে কিছু নীতিমালা ও নির্দেশনা জারি করেছে। এই নীতিমালায় সাধারণ ফুটবলপ্রেমীদের টিকিট ক্রয়ের সুযোগ নেই। ফুটবলসংশ্লিষ্টদের মধ্যে এই টিকিট বণ্টন হবে।

ছয়টি ক্যাটাগরির ব্যক্তিবর্গের মধ্যে টিকিট বিতরণ করবে বাফুফে। ক্যাটাগরির প্রথমেই রাখা হয়েছে বাফুফে নির্বাহী কমিটিকে, এরপর বাফুফে অধিভুক্ত সংস্থাগুলো, ক্লাব কর্মকর্তাবৃন্দ, বাফুফের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহ, বাফুফেতে কর্মরত কর্মকর্তাবৃন্দ ও জাতীয় দলের বর্তমান এবং সাবেক ফুটবলারবৃন্দ। এই ছয় ক্যাটাগরির যে কেউ টিকিটের জন্য আবেদন করতে পারবেন।

১২-১৯ এপ্রিল এই ছয় ক্যাটাগরির ব্যক্তিবর্গদের বাফুফের অ্যাকাউন্টে ম্যাচ টিকিটের জন্য অগ্রিম অর্থ প্রদান করতে হবে। সঙ্গে পাসপোর্টের কপি, ছবি জমা দিতে হবে। একজন সর্বোচ্চ দুই টিকিটের জন্য আবেদন করতে পারবেন। তবে সীমিত সংখ্যক টিকিট পাওয়ায় অনেক আবেদনকারীই টিকিট প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। যারা টিকিট পাবেন না তাদের অর্থ ফেরত দেয়া হবে।

টিকিটের সংখ্যা সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা বিশ্বকাপের নন পার্টিসিপেটিং দেশ হিসেবে টিকিট পাচ্ছি। আমাদের টিকিটের সংখ্যা ২০০-২৫০ হতে পারে।’
আবার টিকিট পাওয়ার পরেও কিছু শর্ত রয়েছে বাফুফের। টিকিট পেলেও ভিসার বিষয়ে বাফুফে দায়িত্ব নেবে না। পাশাপাশি টিকিট পাওয়ার এটি হস্তান্তর করা যাবে না।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *