fbpx
হোম অন্যান্য বাবরি মসজিদ ধ্বংসের রায়ে বেকসুর খালাস পেলো সবাই !
বাবরি মসজিদ ধ্বংসের রায়ে বেকসুর খালাস পেলো সবাই !

বাবরি মসজিদ ধ্বংসের রায়ে বেকসুর খালাস পেলো সবাই !

0

প্রায় তিন দশক পর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় হলো আজ। বাবরি মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পিত নয় বলে অভিযুক্ত ৩৬ জনকেই বেকসুর খালাস দিয়েছে ভারতের আদালত। রায় পড়েছেন বিচারক সুরেন্দ্র কুমার যাদব।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেন লালকৃষ্ণ আডবাণী, উমা ভারতী। আজ রায় ঘোষণার পরই অবসর নেওয়ার কথা রয়েছে বিচারক সুরেন্দ্র কুমার যাদবের।

বাবরি মসজিদ ধ্বংস মামলায় মোট ৪৯ জন অভিযুক্তের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিঙ্ঘল, শিবসেনার বাল ঠাকরে, অযোধ্যার পরমহংস রামচন্দ্র দাসের মতো ১৭ জন এরই মধ্যে মারা গেছেন।

বাকি ৩২ জনের হয়ে প্রতিনিধিত্ব করছেন আইনজীবী কেকে মিশ্র। জীবিত আছেন লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর জোশী, উমা ভারতী। ৮৯৪ জন সাক্ষীর মধ্যে ১৩৪ জন মৃত। অনেকে নিখোঁজ।

১৯৯২ সালের ডিসেম্বরে গুড়িয়ে দেয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। এই ষড়যন্ত্রে নেতৃত্ব দেয়ায় অভিযুক্ত বিজেপির শীর্ষ তিন নেতা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *