fbpx
হোম অন্যান্য বানভাসিদের মাঝে নৌকা বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন
বানভাসিদের মাঝে নৌকা বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন

বানভাসিদের মাঝে নৌকা বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন

0

দেশে করোনা প্রাদূর্ভাবের পর থেকে ধামরাই উপজেলার ৪৩৬ টি গ্রাম ঘুরে ঘুরে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী, ঈদ উপহার, করোনা ভাইরাস প্রতিরোধক সেনিটাইজার বিতরণ করে যাচ্ছেন ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।

ধামরাই উপজেলার বন্যাকবলিত গ্রামগুলোতে পানিতে আটকে যাওয়া অসহায় গরীব মানুষের জন্য ১০০ টি নৌকা বিতরণের উদ্যোগ নেন মোহাদ্দেছ হোসেন। তারই অংশ হিসেবে যাদবপুর ইউনিয়নের গোরু গ্রাম এলাকা ও কুল্লা ইউনিয়নের ফুটনগর এলাকার বানভাসি মানুষের বাড়িতে যাতায়াতের জন্য বন্যার্তদের মাঝে ১১টি নৌকা বিতরণ করেন ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি, ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি এবং ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন ।

এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষের জন্য নিজ তহবিল থেকে নৌকা বিতরণ করছি। আজ যাদবপুর ও কুল্লা ইউনিয়নে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেয়া হবে। বলেন, আমি নেতা নই, শুধুই সেবক। যত দিন বেঁচে থাকবো সেবা করে যাবো। আল্লাহ যত দিন সামর্থ্য দেবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান কালিপদ সরকার, যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল দেওয়ানসহ আরও অনেকে।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *