fbpx
হোম সাক্ষাৎকার জনমত বাংলাদেশে কখনো ইসলামের ক্ষতি হবে না: শিক্ষামন্ত্রী
বাংলাদেশে কখনো ইসলামের ক্ষতি হবে না: শিক্ষামন্ত্রী

বাংলাদেশে কখনো ইসলামের ক্ষতি হবে না: শিক্ষামন্ত্রী

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইসলামের নামে যারা মিথ্যাচার করে, তাদের প্রতিহত করতে হবে। ধর্মের নামে কোনো ধরনের গুজব-অপপ্রচারে কান দেবেন না। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বাংলাদেশে কখনো ইসলামের কোনো ক্ষতি হবে না।

বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর উৎসবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, একটি চক্র দেশের অত্যাধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এরা বিভিন্ন দেশের পুরনো কিছু ছবি এডিট করে আমাদের দেশের নামে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এসব অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না। দেশবিরোধী এসব চক্রের অসৎ উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে খাদ্য, কৃষি, অর্থনীতিসহ সব ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সমৃদ্ধি-অগ্রগতি অব্যাহত থাকবে। আমরা তরুণ প্রজন্মকে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাব।

এ সময় উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *