fbpx
হোম জাতীয় বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী : সেতুমন্ত্রী
বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী : সেতুমন্ত্রী

বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী : সেতুমন্ত্রী

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। আমরাও অফিসিয়ালি আমন্ত্রণপত্র পাঠাচ্ছি। আশা করছি, তিনি বাংলাদেশ সফরে আসবেন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান। এর আগে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ভারতীয় হাইকমিশনের তৈরি বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন করেন ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সেতুমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের সূচনাকালে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছিলেন। বঙ্গবন্ধুকে সাহসী নেতা হিসেবে অভিহিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বঙ্গবন্ধুর জীবন সবার জন্য অনুপ্রেরণা ছিল।

মন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় হাইকমিশনারের উদ্যোগের জন্য ভারত সরকার ও জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি যে, বঙ্গবন্ধুকে সম্মানিত করার যে প্রয়াস তা প্রকৃতপক্ষে বাংলাদেশ ও জনগণকে সম্মান করা। আর এটি পারস্পরিক ও আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

ওবায়দুল কাদের বলেন, ’৭৫ পরবর্তী সময়ে গড়ে ওঠা সন্দেহ ও অবিশ্বাসের কৃত্রিম দেয়াল ভেঙে দুই দেশের মধ্যে এখন রচিত হয়েছে আস্থা ও সৌহার্দ্যের সেতু। দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনার মাধ্যমে অনেক অমীমাংসিত সমস্যা সমাধান হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় কিছু প্রকল্পের কাজ শেষ হয়েছে। কিছু চলমান আছে সেগুলো এগিয়ে নিতে আমাদের কথা হয়েছে। প্রকল্পের অগ্রগতির জন্য হাইকমিশনারকে বলেছি। এছাড়া দুই দেশের সরকার পিপল টু পিপল কানেক্টিভিটি বাড়াতে আন্তরিক রয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *