fbpx
হোম অনুসন্ধান বন্দুকযুদ্ধে আলোচিত জলদস্যু রানা ডাকাত নিহত
বন্দুকযুদ্ধে আলোচিত জলদস্যু রানা ডাকাত নিহত

বন্দুকযুদ্ধে আলোচিত জলদস্যু রানা ডাকাত নিহত

0

কক্সবাজারের মহেশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুর্ধর্ষ জলদস্যু নুরুল কাদের প্রকাশ রানা ডাকাত (৩৪) নিহত হয়েছে। সোমবার (২সেপ্টেম্বর) ভোরে মাতারবাড়ির সাইরার ডেইল এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল একটি বিদেশী পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।

নিহত রানা তালিকাভুক্ত জলদস্যু ছিলেন। তাঁর বাড়ি মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের সাপমারার ডেইল গ্রামের নুরুল হকের ছেলে। র‌্যাবের দাবি, নিহত রানা ডাকাতের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও সাগরে দস্যুতাসহ নানা অপরাধে অসংখ্য মামলা রয়েছে।

র‌্যাব-৭ মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাশকুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভোরে মহেশখালী থানার মাতারবাড়ির সাইরার ডেইল এলাকায় র‌্যাব-৭ এর টহল দলের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দস্যু নুরুল কাদের রানার গুলিবিদ্ধ মরদেহ এবং একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রানাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের দায়িত্বরত জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এএসপি মো. মাশকুর রহমান আরও বলেন, ‘নুরুল কাদের রানা বঙ্গোপসাগরের একজন ‘কুখ্যাত’ দস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা-বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা তিনি।’

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, মাতারবাড়ির সাইরার ডেইল এলাকায় থেকে গুলিবিদ্ধ জলদস্যু রানার ডাকাতের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *