fbpx
হোম জাতীয় বঙ্গোপসাগরে ভাসছে ৪৩ কনটেইনার
বঙ্গোপসাগরে ভাসছে ৪৩ কনটেইনার

বঙ্গোপসাগরে ভাসছে ৪৩ কনটেইনার

0

বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে একটি জাহাজ থেকে পণ্যবোঝাই ৪৩টি কনটেইনার ছিটকে পড়ে ভাসছে। খারাপ আবহাওয়ার মধ্যে রোববার সকাল সাড়ে ৮টার দিকে সমুদ্রের ভাসানচর এলাকায় এ ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, দেশি কনটেইনারবাহী জাহাজ ‘কেএসএল গ্ল্যাডিয়েটর’ থেকে কনটেইনারগুলো পড়ে যায়।

বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, জাহাজটি চট্টগ্রাম থেকে ৮৩টি কনটেইনার নিয়ে ঢাকার পানগাঁওয়ে যাচ্ছিল। খারাপ আবহাওয়ায় হাতিয়া চ্যানেলের অদূরে ভাসানচর লালবয়ার কাছে জাহাজটি ব্যাপক দুলছিল। এ সময় কনটেইনারগুলো ছিঁড়ে সমুদ্রে পড়ে যায়।

জাহাজ কর্তৃপক্ষকে কনটেইনারগুলোর মুভমেন্ট পর্যবেক্ষণে রাখার জন্য বলা হয়েছে। আমরাও খোঁজ রাখছি বলে জানান বিআইডব্লিউটিএর এ কর্মকর্তা। তবে ওই কনটেইনারগুলোতে কী পণ্য ছিল তা এখনো জানা যায়নি।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *