fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা প্রধানমন্ত্রীর হাতে লাগানো গাছ কেটে সাবাড় করলো ভারতীয় বিএসএফ !
প্রধানমন্ত্রীর হাতে লাগানো গাছ কেটে সাবাড় করলো ভারতীয় বিএসএফ !

প্রধানমন্ত্রীর হাতে লাগানো গাছ কেটে সাবাড় করলো ভারতীয় বিএসএফ !

0

বাংলাদেশের বহুল আলোচিত লালমনিরহাট পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোরে, আজ থেকে প্রায় ৯ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে একটি লিচু গাছ রোপন করেছিলেন। কিন্তু রোপনকৃত ওই লিচুগাছের চারাটি বড় হতে না হতেই রাতারাতি কেটে সাবাড় করে ফেলেছে ভারতীয় বিএসএফ।

জানা যায়, গত কয়েকদিন আগে হালকা ঝড়ে লিচু গাছটির একটি ডাল ভেঙ্গে যায়। এ বছর ফল ধরা সত্বেও একটি ডাল ভাঙ্গার অজুহাতে পুরো গাছটি কেটে ফেলেছে বিএসএফ। এ ঘটনায় করিডোর সংলগ্ন দহগ্রাম ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিএসএফের এমন আচরণে এ নিয়ে উপজেলায় তীব্র সমালোচনার দেখা দেয়।

পাকা সড়কের পাশে বিএসএফ’র প্রথম চেকপোস্ট’র সামনে লিচু গাছটি রাতারাতি কেন কেটে ফেলা হয়েছে তার সঠিক জবাব দিতে পারেনি বিএসএফ’র দায়িত্বরত জোয়ানরা। গাছের পাশে লাগানো সাইনবোর্ডটিও সরিয়ে ফেলা হয়েছে।

দহগ্রাম সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক রেজানুর রহমান রেজা বলেন, বিএসএফ এমনটা করার আগে আরও একবার ভাবতে পারত। প্রধানমন্ত্রীর নিজ হাতে লাগানো লিচু গাছটি ছিল তিনবিঘার বুকে দেখার মত। ১৭৮ মিঃ দৈর্ঘ্য ৮৫ মিঃ প্রস্থ তিনবিঘা করিডোরের ভিতর দিয়ে মাত্র ৯ ফিট একটি পাকা সড়ক দিয়ে দহগ্রাম আঙ্গারপোতাবাসী চলাচল করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে কেউ বেড়াতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতে লাগানো গাছটি সবার দৃষ্টি কাড়ে।

অপরদিকে বিজিবি’র পক্ষ থেকে দায়িত্বশীল কারও কোন মন্তব্য মেলেনি। তবে দু’একজন সদস্য কথা প্রসঙ্গে বলেন, তারা নতুন এসেছেন। তাদের নজরে আসেনি কখন গাছটি কেটে ফেলা হয়েছে।

এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি’র উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ মেলেনি। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গত ২০১১ সালে ৪/৫ অক্টোবর ঢাকায় ৩ দিনের সফরে আসেন এবং আনুষ্ঠানিকভাবে তিনবিঘা করিডোর ২৪ ঘন্টা উন্মুক্ত ঘোষণা করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ১৯ অক্টোবর দহগ্রাম হাই স্কুল মাঠে এক জনসভায় তিনবিঘা করিডোর ২৪ ঘন্টা উন্মুক্তের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ফেরার পথে তিনবিঘা চত্বরে ভারতীয় প্রশাসনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ী থেকে নামার পর পরেই লালগালিচা গার্ড অব অনার দেন বিএসএফ। পদচিহ্ন রেখে সে দিনটিকে স্মরণীয় রাখতে নিজ হাতে লিচু গাছের একটি চারা রোপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, বাংলাদেশের তিনবিঘা করিডোর বিশ্বের মধ্যে অন্যতম একটি আলোচিত ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। একটি সময় বাংলাদেশের মানচিত্রে সীমানা থাকা সত্বেও যেনো ভারতের শাষণে চলতে হতো। একটা কঠিন বেড়াজালে পড়েছিলো ওই সীমানা দ্বন্দ। সময় বেঁধে দেওয়া হতো যাওয়া-আসার ক্ষেত্রে। ১৯৭৪ মুজিব-ইন্দিরা চুক্তির মধ্য দিয়ে ধীরে ধীরে তা ২৪ ঘন্টা যাওয়া-আসার বিষয় চুড়ান্ত সফলতা আসে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মাধ্যমে।

Like
Like Love Haha Wow Sad Angry
5

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *